ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

ভোটের দিন ছাড়া গণভোটের আয়োজন বাস্তবসম্মত নয়: মির্জা ফখরুল

২০২৫ অক্টোবর ৩০ ১৩:৪৫:৩১

ভোটের দিন ছাড়া গণভোটের আয়োজন বাস্তবসম্মত নয়: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের আগে প্রস্তাবিত গণভোট আয়োজনকে ‘অযৌক্তিক ও অবিবেচনাপ্রসূত’ আখ্যা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সময়, অর্থ ও নির্বাচনের বিশাল আয়োজনের দিক বিবেচনা করলে ভোটের দিন ছাড়া গণভোটের আয়োজন বাস্তবসম্মত নয়। বিএনপি কখনোই এমন সিদ্ধান্ত মেনে নেবে না।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিএনপির স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল অভিযোগ করেন, ঐকমত্য কমিশনের প্রস্তাবিত দফাগুলোর ওপর গণভোট আয়োজনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা একপেশে। জুলাই সনদে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর মতামত ও ভিন্নমত উপেক্ষা করা হয়েছে। “কমিশনের এই সুপারিশ জাতির ওপর জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা ছাড়া আর কিছু নয়,” বলেন তিনি।

বিএনপি মহাসচিব প্রশ্ন রাখেন, তাহলে কি গত এক বছর ধরে সংস্কার ও ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা অর্থহীন? এটি আসলে একটি প্রহসন, যা জাতির সঙ্গে প্রতারণার শামিল।

তিনি আরও বলেন, জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার সরকারের নেই। কমিশন রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকারকে উপেক্ষা করেছে।

সংস্কার প্রক্রিয়া নিয়ে সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, প্রথম অধিবেশন শুরুর ২৭০ দিনের মধ্যে সংস্কার সম্পন্ন না হলে গণভোটে অনুমোদিত সংবিধান সংস্কার বিল স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে—এমন প্রস্তাব সম্পূর্ণ অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি আরও বলেন, “জাতীয় সংসদে কোনো বিল অনুমোদনের পর রাষ্ট্রপতির স্বাক্ষর ছাড়া তা আইনে পরিণত হতে পারে না। স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার কোনো সাংবিধানিক সুযোগ নেই। এমনটি গণতান্ত্রিক রীতি ও সংসদীয় সার্বভৌমত্বের পরিপন্থি।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত