ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২
গভর্নরের মন্তব্যে ক্ষোভ, মাঠে নামছে সরকারি কর্মচারীরা
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন পে স্কেল কার্যকরের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। একাধিকবার সময় বেঁধে আল্টিমেটাম দেওয়া হলেও সরকার কিংবা পে কমিশনের পক্ষ থেকে স্পষ্ট কোনো আশ্বাস না পাওয়ায় ক্ষোভ ক্রমেই বাড়ছে। এর মধ্যেই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বক্তব্য নতুন করে হতাশা তৈরি করেছে আন্দোলনরত কর্মচারীদের মধ্যে।
শুক্রবার (৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নতুন পে স্কেল ঘোষণার কোনো সম্ভাবনা নেই। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না এবং সেটিই বাস্তবসম্মত।
গভর্নরের এমন বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। নতুন পে স্কেলের অপেক্ষায় থাকা কয়েক লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী এই মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেন। এ প্রেক্ষাপটে শনিবার বিষয়টি নিয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে কথা বলে দ্য ডেইলি ক্যাম্পাস।
পে স্কেল নিয়ে সরকারের অবস্থান জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বক্তব্যের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তিনি জানান, নবম পে স্কেল নিয়ে কাজ করার জন্য ইতোমধ্যে কমিশন গঠন করা হয়েছে এবং তারা নিয়মিত কাজ করে যাচ্ছে। পে স্কেল প্রণয়নের প্রক্রিয়া এখনও চলমান রয়েছে।
অন্তর্বর্তী সরকার নবম পে স্কেল বাস্তবায়ন করবে নাকি কেবল একটি কাঠামো তৈরি করে রেখে যাবে—এ বিষয়ে এখনই চূড়ান্ত কিছু বলা সম্ভব নয় বলেও জানান তিনি। সময়মতো এ বিষয়ে সরকারিভাবে জানানো হবে বলে উল্লেখ করেন অর্থ উপদেষ্টা।
এদিকে চলতি জানুয়ারি মাস থেকেই নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে মাঠে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। সংগঠনটি আগামী শুক্রবার (১৬ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিকী অনশন কর্মসূচি পালন করবে।
শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৩টায় ১২টি কর্মচারী ও দপ্তরভিত্তিক সংগঠনের নেতারা বৈঠকে বসে এই সিদ্ধান্ত নেন। বৈঠক শেষে জোটের প্রধান সমন্বয়ক ওয়ারেছ আলী জানান, জানুয়ারি মাসের মধ্যেই নবম পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে। এই দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি দেশের সব জেলার প্রেসক্লাবের সামনেও একযোগে প্রতিকী অনশন পালন করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- চট্টগ্রাম বনাম রংপুরের ম্যাচটি শেষ: জানুন ফলাফল
- সিলেট বনাম চট্টগ্রামের খেলা চলছে: ম্যাচটি সরাসরি দেখুন( LIVE)
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শেষ-দেখুন ফলাফল
- নোয়াখালী বনাম রাজশাহী: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ, প্রথম হলেন যারা
- নোয়াখালী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ: দেখে নিন ফলাফল
- চলছে সিলেট বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- দীর্ঘ সংকট কাটাতে বাজারে ১০ শক্তিশালী কোম্পানি আনছে সরকার
- শেয়ারবাজারে নতুন নামে আসছে তালিকাভুক্ত কোম্পানি