ঢাকা, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২
চোরাই ও অবৈধ ফোন নিয়ন্ত্রণে বিটিআরসির বড় উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) অবৈধ ও চোরাই মোবাইল হ্যান্ডসেট নিয়ন্ত্রণে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর) চালু করতে যাচ্ছে।
বুধবার (২৯ অক্টোবর) সংস্থার বোর্ড রুমে বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী এই ঘোষণা দেন।
চেয়ারম্যান জানান, দীর্ঘদিনের প্রতীক্ষার পর দেশের নেটওয়ার্কে ব্যবহৃত প্রতিটি মোবাইল হ্যান্ডসেট নিবন্ধিত হবে এনইআইআর সিস্টেমের মাধ্যমে। ফলে সহজেই বোঝা যাবে কোন ফোন বৈধ এবং কোনটি অবৈধ।
তিনি বলেন, দেশে বর্তমানে প্রায় ৩৭–৩৮ শতাংশ হ্যান্ডসেট নন-স্মার্ট বা সাধারণ ধরনের। এটি ডিজিটাল সেবার প্রসার সীমিত করছে। স্থানীয়ভাবে উৎপাদিত হ্যান্ডসেটের ব্যবহার বাড়াতে এবং বৈধ বাজার সুরক্ষায় এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিটিআরসি চেয়ারম্যান আরও বলেন, ২০১৭ সালের গাইডলাইনের ভিত্তিতে ২০১৮ সাল থেকে দেশে মোবাইল উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে প্রায় ১৮টি কোম্পানি স্থানীয়ভাবে ফোন তৈরি করছে। যদিও দেশীয় ফোন দিয়ে চাহিদার সিংহভাগ পূরণ সম্ভব, তবু চোরাই এবং রিফারবিশড ফোন বাজারে আসায় দাম কমানো সম্ভব হচ্ছে না। নতুন এনইআইআর সিস্টেম অবৈধ ফোন শনাক্ত করতে এবং দেশীয় কোম্পানিগুলোকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে সাহায্য করবে।
নিরাপত্তার ক্ষেত্রে এই সিস্টেম গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, একটি ফোন ও তার ব্যবহৃত সিম একসাথে শনাক্ত করা সম্ভব হবে। অন্য ব্যক্তি ফোনটি ব্যবহার করলে সেটি কাজ করবে না এবং প্রয়োজনে পুনরায় নিবন্ধন করতে হবে। এছাড়া চুরি বা অপরাধে ব্যবহৃত মোবাইল ট্র্যাকিংয়ে এটি কার্যকর হবে।
চেয়ারম্যান আরও জানান, মোবাইল সিম রেজিস্ট্রেশন কঠোর করা হয়েছে। ২০১৬–২০১৭ সালের পরও কিছু অনিয়ম ছিল, তাই এখন এনআইডি প্রতি সিম সংখ্যা ১৫ থেকে কমিয়ে ১০ করা হয়েছে। আগামী ১ নভেম্বর থেকে অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করবে অপারেটররা এবং ডিসেম্বরের মধ্যে নিশ্চিত করা হবে যে কোনো এনআইডির নামে ১০টির বেশি সিম সক্রিয় থাকবে না। ধাপে ধাপে এই সংখ্যা আরও কমানো হবে, তবে সাধারণ গ্রাহকের ভোগান্তি এড়ানো হবে।
এই সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমদ তৈয়্যব উপস্থিত ছিলেন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বিপিএল ২০২৬: সিলেট বনাম রাজশাহী-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- নোয়াখালী বনাম চট্টগ্রাম: জমজমাট ম্যাচটি শেষ-জেনে নিন ফলাফল
- চলছে সিলেট বনাম নোয়াখালীর ম্যাচ: দেখুন সরাসরি (LIVE)
- ঢাকা ক্যাপিটালস বনাম রাজশাহী ওয়ারিয়র্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ সিলেট বনাম রাজশাহীর ম্যাচ: সরাসরি দেখার উপায়-সময়সূচি
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্স: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- দুবাই ক্যাপিটালস বনাম এমআই ইমিরেটস-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ২০২৬ বিপিএল: কবে, কখন, কোথায়-জানুন পূর্ণাঙ্গ সময়সূচি
- জায়ান্টস বনাম এমিরেটস: বোলিংয়ে সাকিব-দেখুন সরাসরি (LIVE)
- আবু ধাবি নাইট রাইডার্স বনাম শারজাহ ওয়ারিয়র্জ: বোলিংয়ে তাসকিন-দেখুন সরাসরি (LIVE)
- কিছুক্ষণ পর চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- এবার প্রকাশ্যে এনসিপি নেতা মোতালেব গুলিবিদ্ধ
- শারজাহ ওয়ারিয়র্স বনাম দুবাই ক্যাপিটালস: ব্যাটিংয়ে মুস্তাফিজরা-সরাসরি দেখুন
- ঢাকা বনাম রাজশাহীর ম্যাচ চলছে: ব্যাটিংয়ে ক্যাপিটালস, দেখুন সরাসরি