ঢাকা, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

নির্বাচনে ব্যত্যয় ঘটলে দায় প্রধান উপদেষ্টার: মির্জা ফখরুল

২০২৫ অক্টোবর ২৯ ১৪:০৫:১১

নির্বাচনে ব্যত্যয় ঘটলে দায় প্রধান উপদেষ্টার: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: ফেব্রুয়ারি মাসে নির্ধারিত নির্বাচনের সময়সূচি থেকে কোনো প্রকার বিচ্যুতি ঘটলে তার দায়ভার প্রধান উপদেষ্টাকেই নিতে হবে এমন সতর্ক বার্তা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “এত বড় একটি জনআন্দোলন সৃষ্টি হওয়ার পরও আমরা জনগণের কল্যাণে সেটিকে কাজে লাগাতে পারছি না। বরং দিন যত যাচ্ছে, বিভক্তি তত বাড়ছে। কারা এই বিভক্তি তৈরি করছে, তা আমাদের অনুধাবন করতে হবে। অথচ এখনই ঐক্যের সময়।”

তিনি আরও বলেন, “আমরা দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছি। এ দেশের মানুষও একই দাবিতে রাস্তায় নেমেছে। অথচ প্রচার করা হলো, বিএনপি নাকি সংস্কারবিরোধী দল। বাস্তবে সংস্কারের মাধ্যমেই বিএনপির জন্ম মুক্তিযুদ্ধ-পরবর্তী একদলীয় শাসনের পরিবর্তন এনেছিল এই দল।”

ঐক্যমত কমিশনের বিষয়ে অসন্তোষ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, “আমরা যেসব বিষয়ে দ্বিমত পোষণ করেছি, সেগুলোর জন্য নোট অব ডিসেন্ট দিয়েছিলাম। কমিশন প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলো লিপিবদ্ধ করা হবে। কিন্তু অবাক হয়ে দেখি, প্রধান উপদেষ্টার কাছে যে খসড়া জমা দেওয়া হয়েছে, তাতে আমাদের সেই মতামতগুলো অনুপস্থিত। এটা জনগণ ও রাজনৈতিক দলের সঙ্গে এক ধরনের প্রতারণা।”

তিনি আরও বলেন, “দেশের বর্তমান সংকটের মূলেই রয়েছে একটি গ্রহণযোগ্য নির্বাচন। তাই আমরা শুরু থেকেই দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছি। কেউ কেউ বলেছেন, বিএনপি নাকি ক্ষমতার জন্য নির্বাচন চায় কিন্তু সত্য হলো, নির্বাচন বিলম্বিত হওয়ার সঙ্গে সঙ্গে ফ্যাসিবাদবিরোধী শক্তি আরও ঐক্যবদ্ধ হচ্ছে।”

প্রধান উপদেষ্টার উদ্দেশে মির্জা ফখরুল বলেন, “আপনি জনগণের কাছে দায়বদ্ধ। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দিতে হবে। আর যদি কোনোভাবে এ প্রতিশ্রুতির ব্যত্যয় ঘটে, তবে তার দায়ভার একান্তভাবেই আপনার ওপর বর্তাবে।”

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত