ঢাকা, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

সরকারের পদক্ষেপে গভীর হতাশা প্রকাশ করেছে বিএনপি

২০২৫ অক্টোবর ২৯ ১৩:৩৮:১৫

সরকারের পদক্ষেপে গভীর হতাশা প্রকাশ করেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক পদক্ষেপে গভীর হতাশা প্রকাশ করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, কমিশন ও সরকারের কার্যক্রম বিএনপির প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, বরং এগুলো জাতিকে আরও বিভক্ত করছে।

বুধবার রাজধানীর হোটেল লেকশোরে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ১৭ অক্টোবর স্বাক্ষরিত দলিলের বিষয়গুলো জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়ার সঙ্গে মেলে না। “বলা হলো ৪৮টি দফার ওপর গণভোট হবে, অথচ আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি। তাহলে এতদিনের আলোচনার উদ্দেশ্য কী ছিল?” প্রশ্ন তোলেন তিনি।

তিনি আরও বলেন, কমিশনের দায়িত্ব ছিল ঐকমত্য সৃষ্টি করা, কিন্তু তাদের প্রস্তাবে নতুন করে বিভক্তি তৈরি হচ্ছে। “আমরা জানি না, তারা আসলে কী অর্জন করতে চায়।”আরপিও সংশোধন ও জোটের প্রতীক নিয়ে তিনি বলেন, আগে জোটবদ্ধ দল চাইলে জোটের প্রতীকে ভোটে অংশ নিতে পারত, এখন বলা হচ্ছে সবাইকে নিজেদের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে এ সিদ্ধান্ত গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।

বর্তমান অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা আশা করি তারা সত্যিকারের তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা রাখবে। তবে কমিশন ও সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডে আমরা হতাশ।”

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত