ঢাকা, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২
১ হাজার ১৭৮ কোটি টাকার টন সার কিনছে সরকার
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকার সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, রাশিয়া, মরক্কো এবং কাফকো (কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড) থেকে মোট ২ লাখ ৫ হাজার মেট্রিক টন সার আমদানির প্রস্তাব অনুমোদন করেছে। এতে মোট ব্যয় হবে ১ হাজার ১৭৮ কোটি ৭৭ লাখ ৪২ হাজার ৬০ টাকা। এই সারের মধ্যে ১ লাখ ১০ হাজার টন ইউরিয়া, ৬০ হাজার টন টিএসপি এবং ৩৫ হাজার টন এমওপি সার অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও, ১৯৯ কোটি ২০ লাখ ৬০ হাজার টাকায় ২০ হাজার মেট্রিক টন ফসফরিক এসিড আমদানির প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই প্রস্তাবগুলোর অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে ৪০ হাজার মেট্রিক টন গ্রানুলার ইউরিয়া সার আমদানি করা হবে, যার ব্যয় হবে ১৯২ কোটি ৮ লাখ ৪৭ হাজার ৬৮০ টাকা (প্রতি টন ৩৯২.৩৩ মার্কিন ডলার)। সৌদি আরবের সাবিক কৃষি-পুষ্টি কোম্পানি থেকেও একই পরিমাণ ইউরিয়া সার আমদানি করা হবে একই মূল্যে। কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনা হবে ১৩৯ কোটি ৫৩ লাখ ৬০ হাজার টাকায় (প্রতি টন ৩৮০ মার্কিন ডলার)।
কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক কর্পোরেশন (প্রোডিন্টর্গ) থেকে ৩৫ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানি করা হবে ১৫২ কোটি ৬১ লাখ ৭৫ হাজার টাকায় (প্রতি টন ৩৫৬.২৫ মার্কিন ডলার)। মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস থেকে মোট ৬০ হাজার মেট্রিক টন টিএসপি সার (৩০ হাজার টনের দুটি লট) আমদানি করা হবে ৪০২ কোটি ৪৫ লাখ ১২ হাজার টাকায় (প্রতি টন ৫৪৮ মার্কিন ডলার)।
এছাড়াও, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের জন্য মেসার্স সান ইন্টারন্যাশনাল থেকে ২০ হাজার মেট্রিক টন ফসফরিক এসিড আমদানি করা হবে ১৯৯ কোটি ২০ লাখ ৬০ হাজার টাকায় (প্রতি টন ৭৭৫ মার্কিন ডলার)।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি
- ২১ দাবিতে নতুন বেতন কাঠামোর প্রস্তাব, সর্বনিম্ন ৩৫ হাজার
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- শেয়ারবাজারের তালিকায় যুক্ত হলো আরও এক বন্ধ কোম্পানি
- এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস