ঢাকা, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২
জুলাই সনদে বহির্ভূত অনেক আদেশ সংযুক্ত করা হয়েছে: সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মন্তব্য করেছেন যে, ঐকমত্য কমিশন 'নিষ্কৃতি পাওয়ার জন্য কিছু সুপারিশ দিয়ে কার্যক্রম সমাপ্ত করতে চেয়েছে'। তিনি আশা প্রকাশ করেন, উপদেষ্টা পরিষদ ও সরকার পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবেন এবং সাংবিধানিক ভিত্তি থাকবে এমন প্রক্রিয়া গ্রহণ করবেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে আইন উপদেষ্টার সঙ্গে দেখা করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশনের কঠোর সমালোচনা করে বলেন, "তারা এ বিষয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনা করেনি। জাতীয় ঐকমত্য কমিশনেও বিষয়টি আলোচিত হয়নি। এ বিষয়ে কোনো ঐকমত্য প্রতিষ্ঠা হয়নি। হঠাৎ করে নির্বাচন সংস্কার কমিশন একটি বিষয় আরোপ করবে, সেটা সঠিক নয়।"
তিনি আরও বলেন, জাতীয় ঐকমত্য কমিশন তাদের সুপারিশমালা সরকারের কাছে পেশ করেছে। তিনি ঐকমত্য কমিশনকে ধন্যবাদ জানালেও উল্লেখ করেন যে, "তারা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার প্রচেষ্টা করেছেন।" তার মতে, সুপারিশমালায় 'জুলাই জাতীয় সনদ'-এর বহির্ভূত অনেক আদেশ সংযুক্ত করা হয়েছে।
বিএনপির এই নেতা জানান, জুলাই জাতীয় সনদে সম্ভবত ৮৪টি দফা ছিল এবং সেখানে বিভিন্ন দফা নিয়ে তাদের ও বিভিন্ন দলের কিছু ভিন্নমত 'নোট অব ডিসেন্ট' আকারে পরিষ্কারভাবে উল্লেখ আছে। এসব নোট অব ডিসেন্টের বিষয়গুলো যারা দিয়েছেন, তারা যদি নিজেদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক ম্যান্ডেটপ্রাপ্ত হন, তাহলে তারা সেটা বাস্তবায়ন করতে পারবেন।
তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, "যে সংযুক্তিগুলো সুপারিশমালায় দেওয়া হয়েছে, সেখানে এই সংযুক্তির কোনো উল্লেখ নেই।" এমনকি গণভোট আয়োজনের ক্ষেত্রে তারা দুটো অপশন রেখেই বলেছেন যে এটি আগে বা পরে হতে পারে এবং সরকার বিবেচনা করবে বা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার আলোচনা হতে পারে।
সালাহউদ্দিন আহমেদ 'সংবিধান সংস্কার' নামে একটি নতুন বিষয় সংযুক্ত করার সমালোচনা করে বলেন, এটি আগে জাতীয় ঐকমত্য কমিশনের টেবিলে ছিল না, কারণ এ বিষয়ে আলোচনা বা ঐকমত্য হয়নি। তিনি প্রশ্ন তোলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ সদস্যরা কীভাবে সংবিধান সংস্কার কমিশনের কার্যক্রম পরিচালনা করতে পারেন, যখন এ বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনে আলোচনা বা সুপারিশ হয়নি।
উচ্চকক্ষ গঠন পদ্ধতির সুপারিশ নিয়েও তিনি আপত্তি জানান। সুপারিশে বলা হয়েছে যে উচ্চকক্ষ নিম্নকক্ষের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে আসনের মধ্যদিয়ে গঠিত হবে, কিন্তু এই বিষয়ে সবাই ঐক্যমত হয়নি। বিএনপি চেয়েছিল নিম্নকক্ষের আসনের অনুপাতে উচ্চকক্ষ গঠিত হোক।
উচ্চকক্ষের এখতিয়ার নিয়ে তিনি বলেন, সুপারিশে অর্থবিল এবং আস্থা ভোট বাদে সব বিষয় উচ্চকক্ষে উত্থাপনের কথা বলা হয়েছে। কিন্তু তার মতে, উচ্চকক্ষ যেহেতু সরাসরি নির্বাচিত নয়, সেই ক্ষেত্রে সংবিধান সংশোধনীসহ অন্যান্য বিষয়গুলো তারা বিবেচনা করতে পারেন না। জনগণের সরাসরি নির্বাচিত প্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের এখতিয়ার কারো নেই।
সবচেয়ে 'হাস্যকর সুপারিশ' হিসেবে তিনি 'অটোমেটিক সংযুক্তি'র কথা উল্লেখ করেন, যেখানে বলা হয়েছে যে, সংস্কার প্রস্তাবগুলো ২৭০ দিনের মধ্যে গৃহীত না হলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে সংযুক্ত হবে। তিনি জোর দিয়ে বলেন, সংবিধানের কোনো বিষয় অটো পাসের মতো হতে পারে না, বরং পার্লামেন্টে যথাযথভাবে পাস হয়ে স্পিকার এবং রাষ্ট্রপতির সই হওয়ার পরেই তা আইনে পরিণত হয়।
ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না, এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে না এমন কথা কোনো রাজনৈতিক দল বা নির্বাচন কমিশন বলেনি এবং অবশ্যই নির্বাচন হবে, হতেই হবে। তিনি আশা করেন, যথাযথ প্রক্রিয়ায় এবং আইনানুগ সাংবিধানিক প্রক্রিয়ায় জাতীয় সংসদ নির্বাচন এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অনুষ্ঠিত হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ