ঢাকা, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২
জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশ গৃহযুদ্ধের দিকে যাবে: পাটওয়ারী
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপি ও জামায়াতে ইসলামীর চলমান রাজনৈতিক দ্বন্দ্ব এবং বিশেষ করে 'গণভোট' ইস্যুতে কঠোর মন্তব্য করেছেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীতে 'জুলাই সনদ বাস্তবায়ন রূপরেখা' শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এই মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী জামায়াতকে উদ্দেশ করে বলেন, জামায়াতে ইসলামী বর্তমানে 'পিআর' (Public Relations) নাম ব্যবহার করে যে সংস্কারের কথা বলছে, তা ভিত্তিহীন। তিনি প্রশ্ন তোলেন, জামায়াত পিআর নাম নিয়ে সংস্কারের কথা বলছে, কিন্তু তাদের আমি বলতে চাই আপনারা আগে সংস্কার কী সেটা শিখে আসুন।
এনসিপির এই নেতা দেশের বর্তমান পরিস্থিতিতে গৃহযুদ্ধের আশঙ্কার কথা তুলে ধরেছেন। তিনি সতর্ক করে বলেন, যদি ‘জুলাই সনদ’ বাস্তবায়ন না হয়, তাহলে দেশে একটি গৃহযুদ্ধ শুরু হতে পারে। তিনি অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছে বিনীত আহ্বান জানান, আপনারা দেশটাকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না।
একইসাথে, তিনি নির্বাচন কমিশনের যোগ্যতা প্রমাণের জন্য হলেও একটি গণভোট করার পক্ষে মত দেন। তিনি বলেন, অথর্ব নির্বাচন কমিশনের যোগ্যতা যাচাইয়ের জন্য হলেও আগে একটি গণভোট করা যেতেই পারে। এই সুযোগটা কাজে লাগানো যেতে পারে।
পাটওয়ারী বিএনপি ও জামায়াতের প্রতি তরুণ প্রজন্মের প্রত্যাশার কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, জুলাই সনদ আমরা বিক্রি করতে আসিনি। জুলাইকে সঠিক পথে রাখছি। তিনি রাজনৈতিক দলগুলোর প্রচেষ্টা স্বীকার করে নিলেও তরুণ প্রজন্মের ভূমিকার ওপর জোর দেন বিএনপি, জামায়াত আপনারা জাহাজ বানিয়েছেন, তেল আমরা তরুণ প্রজন্ম নিয়ে এসেছি।
তিনি আরও উল্লেখ করেন যে, দেশে এখন বুলেট রেভ্যুলেশনের সময় শেষ, এবার ব্যালট রেভ্যুলেশনে মানুষ জবাব দেবে। তিনি প্রধান দলগুলোকে এমন কিছু করা থেকে বিরত থাকতে বলেন, যার ফলে ভোটের মাধ্যমে তারা ক্ষমতা থেকে হারিয়ে যেতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ
- ২১ দাবিতে নতুন বেতন কাঠামোর প্রস্তাব, সর্বনিম্ন ৩৫ হাজার