ঢাকা, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

৬ বছর পর ভারত-চীন সরাসরি ফ্লাইট যোগাযোগ পুনরায় চালু

২০২৫ অক্টোবর ২৭ ২১:১৫:২৬

৬ বছর পর ভারত-চীন সরাসরি ফ্লাইট যোগাযোগ পুনরায় চালু

আন্তর্জাতিক ডেস্ক: দ্বিপাক্ষিক সম্পর্কে উন্নতির লক্ষণ দেখা দেওয়ায় ভারত ও চীন ৬ বছর পর সরাসরি ফ্লাইট যোগাযোগ পুনরায় চালু করেছে।

সোমবার (২৭ অক্টোবর) ভারতীয় বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইট কলকাতার বিমানবন্দর থেকে ১৮০ জন যাত্রী নিয়ে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংঝৌতে অবতরণ করে।

ভারত ও চীনের মধ্যে হিমালয় পার্বত্য অঞ্চলের লাদাখ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ২০২০ সালের জুন মাসে লাদাখের গালাওয়ান উপত্যকায় দুই দেশের সেনাদের মধ্যে ভয়াবহ সংঘাতে ২০ জন ভারতীয় সেনা এবং বেশ কয়েকজন চীনা সেনা নিহত হয়েছিলেন। এই সংঘাতের জেরে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে এবং ভারত চীনের সঙ্গে সরাসরি ফ্লাইট যোগাযোগ স্থগিত করে দেয় ও চীনা পর্যটকদের ভিসা প্রদান বন্ধ করে দেয়।

তবে পরবর্তী বছরগুলোতে ধীরে ধীরে সম্পর্কের উন্নতি হতে থাকে এবং সীমান্ত অঞ্চলে প্রহরা সংক্রান্ত একটি চুক্তিতে পৌঁছায় উভয় দেশ। গত জুলাই মাসে ভারত চীনা পর্যটকদের ভিসা দেওয়া শুরু করে। আগস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাত বছরের বিরতি ভেঙে চীন সফরে গিয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। আগস্টের শুরুতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দিল্লি সফরে এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রাহ্মনিয়ম জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন, যার মূল বিষয় ছিল সীমান্ত এলাকায় উত্তেজনা হ্রাস।

চলতি অক্টোবরের শুরুতে ভারত সরকার চীনের সঙ্গে সরাসরি ফ্লাইট সংযোগ পুনরায় চালুর সিদ্ধান্ত ঘোষণা করেছিল, যা আজ বাস্তবায়িত হলো।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত