ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২
দেশ রক্ষায় স্বাধীনতার পক্ষের দলকে নির্বাচিত করতে হবে: শামসুজ্জামান দুদু
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনে দেশপ্রেমিক ও স্বাধীনতার পক্ষের দলকে নির্বাচিত করতে হবে—যে দল মুক্তির সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, স্বাধীনতার ঘোষণা দিয়েছে এবং দেশ গঠনে ভূমিকা রেখেছে। সেই দল শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী দল বিএনপি।
শনিবার (২৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’-এর উদ্যোগে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এ আহ্বান জানান।
দুদু বলেন, বাংলাদেশকে রক্ষা করতে হবে, এর স্বাধীনতা ও সার্বভৌমত্বকে টিকিয়ে রাখতে হবে। দেশ আজ নানা চক্রান্তের মুখে। কর্তৃত্ববাদী সেই শাসকগোষ্ঠী, যারা গণহত্যার সঙ্গে জড়িত ছিল এবং দেশকে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছিল, তারা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর প্রায় চৌদ্দ মাস আগে কিছু মহল বিদেশে বাংলাদেশের সংখ্যালঘুদের বিপন্ন বলে মিথ্যা প্রচারণা চালিয়েছিল। কিন্তু এখন তারা নীরব, কারণ সারা বিশ্ব জানে—বাংলার মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে মিলেমিশে সহাবস্থান করছে, যোগ করেন তিনি।
ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, সবারই রাজনৈতিক অধিকার আছে, আমরা তা অস্বীকার করি না। তবে যারা গণহত্যা করেছে, শিশু ও নিরীহ মানুষকে হত্যা করেছে, তাদের আগে বিচারের মুখোমুখি হতে হবে। যারা দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, তারা আগে সেই টাকা ফেরত আনুক, তারপর নির্বাচনের কথা ভাবুক।
তিনি আরও বলেন, বাংলাদেশ গণমানুষের, কৃষক-শ্রমিক ও গরিব মানুষের দেশ। আজ দ্রব্যমূল্য অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, আয় কমছে, কর্মসংস্থানের অভাব দেখা দিয়েছে। সরকারকে আহ্বান জানাই—কাজের সুযোগ তৈরি করুন, না হলে দেশ পরিচালনা কঠিন হবে।
দুদু অভিযোগ করেন, দেশে নানা ষড়যন্ত্র চলছে, অদৃশ্য শক্তি ও কিছু ধান্দাবাজ সক্রিয়। তাদের মোকাবিলায় প্রয়োজন একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন।
সমাবেশে সভাপতিত্ব করেন ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’-এর সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন। আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, সাবেক এমপি লিংকন এবং জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন খোকন প্রমুখ।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- যে কারণে বাতিল হলো আজকের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, এক ক্লিকেই জানুন ফলাফল
- আজ আর্জেন্টিনা বনাম ব্রাজিলর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- কিছুক্ষণের মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- আগামীকাল ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ: কখন, কোথায়-সরাসরি দেখবেন যেভাবে
- অনলাইনে যেভাবে দেখবেন ২০২৫-২৬ মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল
- লাতিন বাংলা সুপার কাপ: আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা নিয়ে যে সিদ্ধান্ত এলো
- আজ দুপুরে মেডিকেল-ডেন্টাল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- IPL মিনি নিলাম ২০২৬: কবে, কখন, জানুন বাজেট-বিস্তারিত
- IPL নিলাম ২০২৬: সরাসরি দেখুন এখানে (LIVE)
- আজ IPL নিলাম: জানুন সময়সূচি-সরাসরি দেখার উপায় (LIVE)
- সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি লটারি চলছে, সরাসরি (LIVE) দেখুন
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কখন,কোথায়-যেভাবে দেখবেন টি-২০ ম্যাচটি
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, জেনে নিন কাট মার্ক
- বাংলাদেশ বনাম আফগানিস্তান: শ্বাসরুদ্ধকর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল