ঢাকা, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২
গুমের দুই মামলা: হাসিনাসহ-সেনা কর্মকর্তাদের শুনানির নতুন দিন নির্ধারণ
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে টিএফআই ও জেআইসি সেলে গুম-নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের দুই মামলার শুনানির তারিখ পরিবর্তন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে এই মামলার পরবর্তী শুনানি এখন আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।
রোববার (২৬ অক্টোবর) ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এর নেতৃত্বে দুই সদস্যের বিচারিক প্যানেল এই তারিখ পুনর্নির্ধারণ করেন। প্যানেলের অপর সদস্য ছিলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
প্রসিকিউটর গাজী এমএইচ তামিম এদিন শুনানির তারিখ পিছিয়ে দেওয়ার আবেদন জানান, যা ট্রাইব্যুনাল মঞ্জুর করে নতুন দিন হিসেবে ২৩ নভেম্বর নির্ধারণ করে।
এর আগে, গত ২২ অক্টোবর গুমের দুই মামলায় ১৩ জন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং পরবর্তী শুনানির জন্য ২০ নভেম্বর দিন ধার্য করেন।
প্রসিকিউটর তামিম বলেন, “গুমের দুটি মামলায় সেনা কর্মকর্তাদের হাজির করা হয়েছিল। আজ আমরা শুনানির তারিখ পরিবর্তনের আবেদন করেছি, যা আদালত গ্রহণ করেছে। এখন পরবর্তী শুনানি হবে ২৩ নভেম্বর।”
গত ৮ অক্টোবর, পৃথক দুই মামলায় ৩০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। আদালত অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং শুনানির জন্য ২২ অক্টোবর দিন নির্ধারণ করেছিল।
প্রথম মামলা (টিএফআই সেল)
র্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেলে বন্দিদের ওপর নির্যাতনের অভিযোগে শেখ হাসিনাসহ মোট ১৭ জনকে আসামি করা হয়। আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, র্যাবের সাবেক ডিজি এম খুরশিদ হোসেন ও ব্যারিস্টার হারুন অর রশিদ, কর্নেল আনোয়ার লতিফ খান, ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম, তোফায়েল মোস্তফা সারোয়ার, কেএম আজাদ, কামরুল হাসান, মাহবুব আলম, আবদুল্লাহ আল মোমেন, সারোয়ার বিন কাশেম, খায়রুল ইসলাম, মশিউর রহমান জুয়েল ও সাইফুল ইসলাম সুমন।
এর মধ্যে ১০ জন সেনা কর্মকর্তা ২২ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির হন।
দ্বিতীয় মামলা (জেআইসি সেল বা “আয়নাঘর”)
জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি) বা “আয়নাঘর” সেলে গুম ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের আরও একটি মামলায় ১৩ জনকে আসামি করা হয়েছে।এ মামলাতেও শেখ হাসিনা ও তারিক আহমেদ সিদ্দিকের নাম রয়েছে। অন্য আসামিরা হলেন—
ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) মোহাম্মদ আকবর হোসেন, মেজর জেনারেল (অব.) সাইফুল আবেদিন, লে. জেনারেল (অব.) মো. সাইফুল আলম, লে. জেনারেল তাবরেজ শামস চৌধুরী, মেজর জেনারেল (অব.) হামিদুল হক, তৌহিদুল ইসলাম, সরওয়ার হোসেন, কবির আহাম্মদ, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান সিদ্দিকী, ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকী, লে. কর্নেল (অব.) মখসুরুল হক।
ওইদিন তিনজন আসামিকে আদালতে আনা হয়।
কারাগারে থাকা কর্মকর্তারা
এ দুই মামলায় বর্তমানে কারাগারে থাকা ১৩ সেনা কর্মকর্তা হলেন- ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম, তোফায়েল মোস্তফা সারোয়ার, কামরুল হাসান, মাহবুব আলম, কেএম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান (অব.), লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান, সাইফুল ইসলাম সুমন, সারোয়ার বিন কাশেম, মেজর জেনারেল শেখ সরওয়ার হোসেন, এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ২১ দাবিতে নতুন বেতন কাঠামোর প্রস্তাব, সর্বনিম্ন ৩৫ হাজার
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শমরিতা হাসপাতাল
- লাফার্জহোলসিমের অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারের তালিকায় যুক্ত হলো আরও এক বন্ধ কোম্পানি
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির