ঢাকা, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

তারেক রহমানের ৩১ দফা শিক্ষার্থীদের জন্য অনন্য দৃষ্টান্ত: ড. মঈন খান

২০২৫ অক্টোবর ২৫ ১৭:৪৪:৫১

তারেক রহমানের ৩১ দফা শিক্ষার্থীদের জন্য অনন্য দৃষ্টান্ত: ড. মঈন খান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, “বাংলাদেশের ১৮ কোটি মানুষের প্রত্যাশা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এটি জাতির একমাত্র দাবি। তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার ২৪ নম্বর ধারায় নারী ও শিশুর অধিকার স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।”

শনিবার দুপুর ৩টায় পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এসব মন্তব্য করেন।

ড. মঈন খান আরও বলেন, “২৫ বছর আগে বিএনপি সরকারে থাকাকালে লক্ষ্য করেছিলাম, তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে নতুন ধারা সৃষ্টি করেছিলেন। তিনি কেবল ঘরে বসে রাজনীতি করেননি, তৃণমূল পর্যায়ে গিয়ে জনগণের সঙ্গে সরাসরি সংযোগ গড়ে তুলেছেন। লন্ডন থেকেও দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন এবং তাদের কথা শুনছেন।”

তিনি আরও উল্লেখ করেন, “রাষ্ট্র সংস্কারের যে প্রক্রিয়া এখন চলছে, তা তারেক রহমান আড়াই বছর আগে উপস্থাপন করেছেন। সেক্ষেত্রে বিএনপিকে সংস্কার শেখানোর প্রয়োজন নেই, বরং অন্যদের তার কাছ থেকে শেখা উচিত।”

অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম সভাপতিত্ব করেন। এ সময় চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক মাহাদী আমিন, বিএনপির প্রেস উইংয়ের সদস্য সাইরুল কবীর খান, জেলা বিএনপি সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং পাকুন্দিয়া বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দীনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত