ঢাকা, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২
হার্ভার্ডে ফেলোশিপের সুযোগ, আবেদন করবেন যেভাবে
আসাদুজ্জামান
রিপোর্টার
বৈশ্বিক স্বাস্থ্য খাতে নেতৃত্ব গড়ে তুলতে নারীদের ক্ষমতায়নের উদ্দেশ্যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ২০২৬–২৭ শিক্ষাবর্ষে লিড (LEAD) ফেলোশিপ প্রোগ্রামের জন্য আবেদন আহ্বান করেছে। ফেলোশিপটি মূলত নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর (LMIC) নারী পেশাজীবীদের জন্য উন্মুক্ত। আবেদনকারীদের বর্তমানে কোনো LMIC–এ কাজ করতে হবে এবং ফেলোশিপ শেষে নিজ দেশে ফিরে অর্জিত জ্ঞান প্রয়োগের পরিকল্পনা থাকতে হবে।
LEAD এর পূর্ণরূপ: Learn, Engage, Advance and Disrupt। এই এক বছরের ফেলোশিপের লক্ষ্য হলো বৈশ্বিক স্বাস্থ্য খাতে নারীদের নেতৃত্ব বিকাশ ও ক্ষমতায়ন করা। প্রোগ্রামটি আয়োজিত হচ্ছে হার্ভার্ড গ্লোবাল হেলথ ইনস্টিটিউট এবং হার্ভার্ড টি এইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথের গ্লোবাল হেলথ অ্যান্ড পপুলেশন বিভাগ এর মাধ্যমে।
ফেলোশিপ সময়সূচি
প্রোগ্রামের মেয়াদ: ২০২৬ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০২৭ সালের ৩১ আগস্ট পর্যন্ত।ফেলোশিপ দুটি ধাপে সম্পন্ন হবে:
১. প্রথম ধাপ (ভার্চ্যুয়াল)
ব্যক্তিগত নেতৃত্ব ও উন্নয়ন পরিকল্পনা তৈরি;
এক্সিকিউটিভ কোচিংয়ের মাধ্যমে নেতৃত্ব দক্ষতা বৃদ্ধি;
একাডেমিক ক্রেডেনশিয়াল অর্জন, জে–ওয়ান ভিসা প্রক্রিয়া ও কোর্স প্রস্তুতি;
অনলাইন মেন্টরশিপ সেশন ও ভার্চুয়াল ইভেন্টে অংশগ্রহণ।
২. দ্বিতীয় ধাপ (ইন–রেসিডেন্স/সরাসরি অংশগ্রহণ)
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ছয় সপ্তাহ অবস্থান (এপ্রিল ২০২৭);
লিডারশিপ ওয়ার্কশপ, এক্সিকিউটিভ এডুকেশন কোর্স, পাবলিক স্পিকিং ও টিম বিল্ডিং কার্যক্রমে অংশগ্রহণ;
সময়ের সব খরচ (আবাসন, রাউন্ড ট্রিপ ফ্লাইট, কোর্স ফি ও দৈনিক ভাতা) ফেলোশিপ বহন করবে।
সুযোগ-সুবিধা
*ব্যক্তিগত নেতৃত্ব উন্নয়নে এক্সিকিউটিভ কোচিং;
*হার্ভার্ড ফ্যাকাল্টি সদস্যদের কাছ থেকে মেন্টরশিপ;
*হার্ভার্ড ইভেন্টে বক্তব্য রাখার সুযোগ;
*এক্সিকিউটিভ এডুকেশন প্রোগ্রামে অংশগ্রহণ;
*বৈশ্বিক বিশেষজ্ঞদের নেতৃত্ব মাস্টারক্লাসে যোগদান;
*সম্পূর্ণ অর্থায়নে ছয় সপ্তাহের ইন–রেসিডেন্স প্রোগ্রাম (আবাসন, বিমানভাড়া ও দৈনিক ভাতা);
আবেদনের যোগ্যতা ও শর্তাবলি
*প্রাসঙ্গিক বিষয়ে অন্তত মাস্টার্স ডিগ্রি থাকতে হবে;
*বৈশ্বিক স্বাস্থ্য খাতে ন্যূনতম ১০ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে;
*আবেদনকারীর বর্তমান নিয়োগকর্তার পূর্ণ সমর্থন থাকতে হবে এবং প্রতিষ্ঠানের কোনো সিনিয়র ব্যক্তি বা চ্যাম্পিয়ন রেফারেন্স হিসেবে মনোনীত থাকতে হবে;
*২০২৭ সালের এপ্রিল মাসে ছয় সপ্তাহের ইন–রেসিডেন্স প্রোগ্রামে অংশ নিতে কর্মক্ষেত্র থেকে ছুটি নিতে হবে;
*আবেদনকারীকে জে–ওয়ান ভিসা পাওয়ার যোগ্য হতে হবে এবং বোস্টনে অবস্থান করতে সক্ষম হতে হবে;
*গত দুই বছরে চার মাস বা তার বেশি সময়ের কোনো পূর্ণকালীন ফেলোশিপে অংশগ্রহণ করা যাবে না;
প্রয়োজনীয় কাগজপত্র
*জীবনবৃত্তান্ত (সিভি);
*উদ্দেশ্যপত্র (১.৫ পৃষ্ঠার বেশি নয়);
*চারটি প্রবন্ধ (প্রতিটি দুই হাজার ক্যারেক্টারের মধ্যে);
*নিজ প্রতিষ্ঠানের কমিটমেন্ট লেটার;
*মেন্টরের কমিটমেন্ট লেটার;
*দুটি রেফারেন্স লেটার;
আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৫।
আবেদন প্রক্রিয়া: অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত ও আবেদন করতে ক্লিক...
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শমরিতা হাসপাতাল
- ২১ দাবিতে নতুন বেতন কাঠামোর প্রস্তাব, সর্বনিম্ন ৩৫ হাজার
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- শেয়ারবাজারের তালিকায় যুক্ত হলো আরও এক বন্ধ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস