ঢাকা, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

ভালো দামে ভোট বিক্রি হোক: ফয়জুল করীম

২০২৫ অক্টোবর ২৩ ২০:০৩:৪৪

ভালো দামে ভোট বিক্রি হোক: ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ভোটের সময় যদি টাকা দিয়ে ভোট বিক্রি করা হয়, অন্তত ভালো দামে বিক্রি হোক। কিন্তু মানুষ কখনো টাকার বিনিময়ে ভোট বিক্রি করে না। ভোট মানে তোমার ভবিষ্যৎ। দেশের অর্থনৈতিক পরিবর্তনও তোমাদের হাতে। পরিবর্তন শুরু করতে হবে নিজের ভেতর থেকে।”

ফয়জুল করীম বলেন, “এক বছর না যেতেই আবার সন্ত্রাস ও চাঁদাবাজি ফিরে এসেছে। তাহলে আসল পরিবর্তন কোথায়? আমরা বারবার একই ভুল করি, কিন্তু শিক্ষা নেই। একটি গরু একবার চিটা খায়, সে দ্বিতীয়বার খায় না। অথচ আমরা বারবার একই ভুল করি।” তিনি নেতাদের ভুল আচরণ ও জনগণের ভূমিকার বিষয়েও মন্তব্য করেন, “নেতা অন্যায় করলে জেলে যায়, পরে বের হলে আমরা তাকে ফুল দিয়ে বরণ করি। অন্যায়কারীর প্রতি সম্মান দেখানো অন্যায়। যদি জনগণ ঘুষ প্রত্যাখ্যান করত, তাহলে কোনো নেতা দুর্নীতি করতে পারত না।”

তিনি আরও বলেন, “আমরা আন্দোলন করি, সংগ্রাম করি, কিন্তু প্রকৃত পরিবর্তন আসেনি। জীবন দিলেও যদি চরিত্র বদলায় না, ভাগ্যও পরিবর্তন হবে না।” বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা কচুয়া চৌমুহনীতে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব প্রকৌশলী আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুম, কুমিল্লা মহানগরের প্রধান উপদেষ্টা কামরুল হাসান খান (খোকন) এবং কুমিল্লা-৬ আসনের সম্ভাব্য সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ হারুনুর রশিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগরের সভাপতি এম এম বিলাল হোসাইন। সমাবেশ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত