ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

পিৎজা হাটের বড় ধাক্কা: ৬৮ রেস্তোরাঁ বন্ধ, ১২০০ কর্মী ঝুঁকিতে

২০২৫ অক্টোবর ২১ ১৪:৫৪:৪২

পিৎজা হাটের বড় ধাক্কা: ৬৮ রেস্তোরাঁ বন্ধ, ১২০০ কর্মী ঝুঁকিতে

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাজ্যে পিৎজা হাট ৬৮টি রেস্তোরাঁ এবং ১১টি ডেলিভারি সাইট বন্ধ করার ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্তের ফলে প্রায় ১২১০ কর্মী চাকরি হারাতে যাচ্ছেন। খবর দিয়েছে রয়টার্স।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্যের রেস্তোরাঁ পরিচালনাকারী ডিসি লন্ডন পাই লিমিটেড সোমবার এফটিআই কনসাল্টিংকে প্রশাসক হিসেবে নিযুক্ত করেছে। প্রশাসক নিযুক্তির পরই রেস্তোরাঁ ও ডেলিভারি সাইট বন্ধের এই সিদ্ধান্ত আসে।

তবে বিশ্বব্যাপী পিৎজা হাটের মালিকানা প্রতিষ্ঠান ইয়াম!ব্র্যান্ডস ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছে এবং ৬৪টি রেস্তোরাঁ বন্ধ না করার ব্যাপারে সম্মতি জানিয়েছে। এর ফলে ১২৭৬ কর্মীর চাকরি আপাতত রক্ষা পেল বলে বিবিসি জানিয়েছে।

পিৎজা হাট ইউরোপ ও কানাডার ব্যবস্থাপনা পরিচালক নিকোলাস বার্কিয়ার বলেন, এই অধিগ্রহণের মূল লক্ষ্য হলো অতিথিদের অভিজ্ঞতা এবং চাকরি রক্ষা করা। আমাদের তাৎক্ষণিক অগ্রাধিকার হলো অধিগ্রহণকৃত স্থানগুলোতে ধারাবাহিকতা বজায় রাখা এবং সহকর্মীদের রূপান্তরের মাধ্যমে সহায়তা করা।

বিশ্বজুড়ে সুপরিচিত এই চেইন, যুক্তরাজ্যে এই সময় প্রশাসন এল যখন প্রতিষ্ঠানটি কর্মীদের মজুরি এবং সামাজিক সুরক্ষা খাতে ক্রমবর্ধমান ব্যয়ের চাপের মুখোমুখি। নগদ অর্থের সংকটে থাকা গ্রাহকরা বাইরে খাবারের ওপর খরচ কমিয়েছেন, যা ব্যবসায়িক চাপ আরও বাড়িয়েছে।

পিৎজা হাটের যুক্তরাজ্যের একজন মুখপাত্র জানান, অতিথিদের অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট চাকরি রক্ষার জন্য ৬৪টি সাইটে ধারাবাহিকতা বজায় রাখতে পারায় তারা সন্তুষ্ট। প্রতিষ্ঠানটি আশা করছে, এই পদক্ষেপের মাধ্যমে কর্মীদের সহায়তা নিশ্চিত হবে এবং সেবা মানে কোনও হ্রাস হবে না।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত