ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২
ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী পেল জাপান

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ রাজনৈতিক যাত্রা শেষে জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে অভিষেক ঘটছে সানায়ে তাকাইচির। মঙ্গলবার (২১ অক্টোবর) পার্লামেন্টের ভোটে জয়ী হয়ে দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর প্রেসিডেন্ট তাকাইচি পার্লামেন্টের এমপিদের ভোটে তার প্রতিদ্বন্দ্বী ইয়োশিহিকো নোদাকে ৮৮ ভোটের ব্যবধানে পরাজিত করেন।
২০২৪ সালের আগস্টে তৎকালীন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা পদত্যাগ করলে ওই বছরের সেপ্টেম্বরে তার স্থলাভিষিক্ত হন প্রতিরক্ষামন্ত্রী শিগেরু ইশিবা। তবে মাত্র এক বছর পর, চলতি বছরের ৭ সেপ্টেম্বর ইশিবা পদত্যাগের ঘোষণা দেন। তার পদত্যাগের পর তাকাইচিকে প্রধানমন্ত্রী নির্বাচিত করে পার্লামেন্ট।
জাপানের সংবিধান অনুযায়ী কিশিদার মেয়াদ ছিল ২০২৬ সালের শেষ পর্যন্ত। কিন্তু আগাম পদত্যাগের ফলে এলডিপি সংখ্যাগরিষ্ঠ পার্লামেন্টে নতুন করে ভোটের আয়োজন করে। সেই ভোটে তাকাইচি প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
এলডিপি ১৯৫৫ সাল থেকে প্রায় অবিচ্ছিন্নভাবে জাপানের ক্ষমতায় রয়েছে। দলটি দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক প্রভাবের কেন্দ্রে থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে তাদের জনপ্রিয়তা কিছুটা হ্রাস পেয়েছে বলে বিশ্লেষকরা মনে করেন।
সানায়ে তাকাইচি দীর্ঘ তিন দশক ধরে জাপানের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। রাজনীতির পাশাপাশি তাকাইচি টেলিভিশন উপস্থাপক হিসেবেও পরিচিত মুখ ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি হেভি মেটাল সঙ্গীতের অনুরাগী এবং শখের ড্রামার হিসেবেও খ্যাত।
নতুন প্রধানমন্ত্রী হিসেবে তাকাইচির সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। অর্থনৈতিক মন্দা, মুদ্রাস্ফীতি, স্থবির মজুরি, জনগণের ক্রয়ক্ষমতা হ্রাস এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন মোকাবিলা করা এখন তার প্রধান দায়িত্ব। এছাড়া ট্রাম্প প্রশাসনের সময় স্বাক্ষরিত দ্বিপাক্ষিক শুল্ক চুক্তি বাস্তবায়নের বিষয়টিও তাকাইচির সরকারের জন্য বড় পরীক্ষার ক্ষেত্র হবে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- লাফার্জ হোলসিমের উচ্চ মুনাফার 'অ্যাগ্রিগেটস' ব্যবসা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- শেয়ারবাজারে সচেতনতা বাড়াতে এবার যুক্ত হচ্ছে মাঠ প্রশাসন
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি