ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী পেল জাপান
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ রাজনৈতিক যাত্রা শেষে জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে অভিষেক ঘটছে সানায়ে তাকাইচির। মঙ্গলবার (২১ অক্টোবর) পার্লামেন্টের ভোটে জয়ী হয়ে দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর প্রেসিডেন্ট তাকাইচি পার্লামেন্টের এমপিদের ভোটে তার প্রতিদ্বন্দ্বী ইয়োশিহিকো নোদাকে ৮৮ ভোটের ব্যবধানে পরাজিত করেন।
২০২৪ সালের আগস্টে তৎকালীন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা পদত্যাগ করলে ওই বছরের সেপ্টেম্বরে তার স্থলাভিষিক্ত হন প্রতিরক্ষামন্ত্রী শিগেরু ইশিবা। তবে মাত্র এক বছর পর, চলতি বছরের ৭ সেপ্টেম্বর ইশিবা পদত্যাগের ঘোষণা দেন। তার পদত্যাগের পর তাকাইচিকে প্রধানমন্ত্রী নির্বাচিত করে পার্লামেন্ট।
জাপানের সংবিধান অনুযায়ী কিশিদার মেয়াদ ছিল ২০২৬ সালের শেষ পর্যন্ত। কিন্তু আগাম পদত্যাগের ফলে এলডিপি সংখ্যাগরিষ্ঠ পার্লামেন্টে নতুন করে ভোটের আয়োজন করে। সেই ভোটে তাকাইচি প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
এলডিপি ১৯৫৫ সাল থেকে প্রায় অবিচ্ছিন্নভাবে জাপানের ক্ষমতায় রয়েছে। দলটি দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক প্রভাবের কেন্দ্রে থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে তাদের জনপ্রিয়তা কিছুটা হ্রাস পেয়েছে বলে বিশ্লেষকরা মনে করেন।
সানায়ে তাকাইচি দীর্ঘ তিন দশক ধরে জাপানের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। রাজনীতির পাশাপাশি তাকাইচি টেলিভিশন উপস্থাপক হিসেবেও পরিচিত মুখ ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি হেভি মেটাল সঙ্গীতের অনুরাগী এবং শখের ড্রামার হিসেবেও খ্যাত।
নতুন প্রধানমন্ত্রী হিসেবে তাকাইচির সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। অর্থনৈতিক মন্দা, মুদ্রাস্ফীতি, স্থবির মজুরি, জনগণের ক্রয়ক্ষমতা হ্রাস এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন মোকাবিলা করা এখন তার প্রধান দায়িত্ব। এছাড়া ট্রাম্প প্রশাসনের সময় স্বাক্ষরিত দ্বিপাক্ষিক শুল্ক চুক্তি বাস্তবায়নের বিষয়টিও তাকাইচির সরকারের জন্য বড় পরীক্ষার ক্ষেত্র হবে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টি-টোয়েন্টি: কবে, কোথায়, কখন-দেখুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ভূমিকম্প: আবারও ৪.২ মাত্রার কম্পন
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ৩য় ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ব্যাটিংয়ে টাইগাররা-সামনে চ্যালেঞ্জিং স্কোর-LIVE
- ভয়াবহ ভূমিকম্প: কম্পন ৬ মাত্রার
- দেশে ফের মধ্যরাতে ভূমিকম্প অনুভূত
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ত্রিদেশীয় টি-২০: সরাসরি দেখবেন যেভাবে