ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

প্রবাসী কর্মীদের সন্তানের জন্য শিক্ষাবৃত্তি দেবে সরকার, আবেদন যেভাবে

আসাদুজ্জামান
আসাদুজ্জামান

রিপোর্টার

২০২৫ অক্টোবর ২১ ০৯:০৪:৫২

প্রবাসী কর্মীদের সন্তানের জন্য শিক্ষাবৃত্তি দেবে সরকার, আবেদন যেভাবে

প্রবাসী কর্মীদের সন্তানদের উচ্চশিক্ষায় উৎসাহ দিতে আবারও শিক্ষাবৃত্তি দিচ্ছে সরকার। ২০২৫ সালের এসএসসি, ২০২৪ সালের এইচএসসি ও সমমান এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড-এর মাধ্যমে এই বৃত্তি প্রদান করা হবে। এ বিষয়ে বোর্ডের পরিচালক (আইআরপি) ও উপসচিব মো. ইমরান আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়েছে।

এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন—

বিএমইটি (BMET)–এর ডাটাবেজে নিবন্ধিত ও বহির্গমন ছাড়পত্র পাওয়া প্রবাসী কর্মীদের সন্তানরা,

অথবা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ প্রাপ্ত প্রবাসী কর্মীদের সন্তানরা।এছাড়া, যেসব প্রবাসী কর্মী মৃত্যুবরণ করেছেন এবং তাদের পরিবার বোর্ড থেকে আর্থিক অনুদান পেয়েছেন বা পেতে যাচ্ছেন, তাদের সন্তানরাও আবেদন করতে পারবেন।

যোগ্যতা ও ফলাফলের শর্ত

এসএসসি/সমমান (২০২৫): বিজ্ঞান বিভাগে জিপিএ ৫.০০, মানবিক ও বাণিজ্য বিভাগে ৪.৭৫।

এইচএসসি/সমমান (২০২৪): বিজ্ঞান বিভাগে ৪.৮০, মানবিক ও বাণিজ্য বিভাগে ৪.৫০।

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (২০২৪): ন্যূনতম জিপিএ ৩.৫০।তবে মৃত প্রবাসী কর্মীর সন্তানদের জন্য শর্ত কিছুটা শিথিল—এসএসসি/এইচএসসিতে জিপিএ ৪.০০ এবং ডিপ্লোমায় ৩.০০ থাকলেই আবেদন করা যাবে।

প্রয়োজনীয় কাগজপত্র

১. প্রবাসী অভিভাবকের BMET বহির্গমন ছাড়পত্রসহ পাসপোর্ট কপি বা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ কপি।২. শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়নপত্র (মোবাইল নম্বরসহ)।৩. মৃত প্রবাসী কর্মীর ক্ষেত্রে বাংলাদেশ দূতাবাসের প্রত্যয়নপত্র।৪. শিক্ষার্থীর ব্যাংক হিসাব নম্বর ও রাউটিং নম্বরসহ স্টেটমেন্ট।৫. এক কপি ছবি ও স্বাক্ষর।৬. জাতীয় পরিচয়পত্র (NID) কপি।

সব কাগজপত্রের স্ক্যান কপি আবেদন ফরমের সঙ্গে আপলোড করতে হবে।

বৃত্তির মেয়াদ

এসএসসি ও সমমানের শিক্ষার্থীরা: একাদশ ও দ্বাদশ শ্রেণি পর্যন্ত (দুই বছর) অথবা ডিপ্লোমা শ্রেণিতে চার বছর পর্যন্ত বৃত্তি পাবেন।

এইচএসসি ও সমমানের শিক্ষার্থীরা: স্নাতক পর্যায়ে তিন বছর, অনার্সে চার বছর এবং মেডিকেল কোর্সে পাঁচ বছর পর্যন্ত বৃত্তি দেওয়া হবে।

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা: সর্বোচ্চ চার বছরের জন্য বৃত্তি পাবেন।

আবেদন পদ্ধতি

শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে www.wewb.gov.bd অথবা http://stipen.wewb.gov.bd/stipend ওয়েবসাইটে।

গুরুত্বপূর্ণ শর্তাবলি

শিক্ষার্থী ও তার অভিভাবকের মোবাইল নম্বর আবেদনপত্রে উল্লেখ করতে হবে।

প্রবাসী কর্মীর পাসপোর্টে থাকা নাম ও শিক্ষার্থীর সনদে থাকা অভিভাবকের নাম অবশ্যই মিল থাকতে হবে, না হলে আবেদন বাতিল হবে।

আবেদন শুধু অনলাইনে গ্রহণ করা হবে; ডাকযোগে বা সরাসরি কোনো আবেদন নেওয়া হবে না।

ভুল বা অসম্পূর্ণ তথ্য দিলে আবেদন বাতিল বলে গণ্য হবে।

বৃত্তি সংক্রান্ত বিষয়ে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত।

যোগাযোগ

যেকোনো তথ্য বা সহায়তার জন্য ২৪ ঘণ্টার ‘প্রবাসবন্ধু কলসেন্টার’-এ যোগাযোগ করা যাবে—? দেশ থেকে: ১৬১৩৫ (টোল ফ্রি)? বিদেশ থেকে: +৮৮০৯৬১০১০২০৩০

আবেদনের সময়সীমা: ২৫ নভেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত।

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন...

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত