ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২
ঊর্ধ্বমুখী প্রবণতায় বৈশ্বিক শেয়ারবাজার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী শেয়ারবাজারের জন্য একটি ইতিবাচক বার্তা নিয়ে শুরু হয়েছে নতুন সপ্তাহ। সোমবার (২০ অক্টোবর) এশিয়া ও ইউরোপের প্রধান প্রধান শেয়ারসূচকগুলোর অধিকাংশই ছিল ঊর্ধ্বমুখী। বিনিয়োগকারীদের মধ্যে এই বাজার নিয়ে প্রত্যাশা বাড়ার মূল কারণ দুটি—জাপানের অর্থনীতিতে সরকারি প্রণোদনার জোরালো সম্ভাবনা এবং চীনে বাণিজ্য বিবাদের চাপ সামলে পূর্বাভাসের চেয়েও বেশি প্রবৃদ্ধি অর্জনের তথ্য। রয়টার্সের বরাতে এই ইতিবাচক প্রবণতার খবর জানা গেছে।
এশিয়া ও ইউরোপের বাজার যখন ঊর্ধ্বমুখী প্রবণতায় সাপ্তাহিক লেনদেন শুরু করেছে, তখন জাপানের বাজার যেন রেকর্ড ভাঙার উৎসবে মেতেছে। এদিন জাপানের নিক্কেই ২২৫ সূচক বেড়েছে ২.৮ শতাংশ, যা বর্তমানে অবস্থান করছে রেকর্ড উচ্চতায়। এই উত্থানের পেছনে রয়েছে দেশটির ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও জাপান ইনোভেশন পার্টির মধ্যে জোট সরকার গঠনের চুক্তি। বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, এই চুক্তি প্রণোদনাবান্ধব নেতা হিসেবে পরিচিত সানায়ে তাকাইচির প্রধানমন্ত্রী হওয়ার পথের অন্তরায় অনেকটাই দূর করেছে।
এদিকে, বৈশ্বিক প্রবৃদ্ধি নিয়ে শঙ্কা কিছুটা প্রশমিত করেছে চীনের অর্থনৈতিক তথ্য। লেনদেন শুরুর আগে প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) চীনের অর্থনীতিতে প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ১.১ শতাংশ, যা অর্থনীতিবিদদের পূর্বাভাসের চেয়ে বেশি। একই সময়ে দেশটিতে শিল্প উৎপাদনও বেড়েছে সাড়ে ৬ শতাংশ। বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে চলমান বাণিজ্যবিবাদের প্রেক্ষাপটে এই প্রবৃদ্ধি হারকে একটি অত্যন্ত ভালো ইংগিত হিসেবে বিবেচনা করছেন সংশ্লিষ্টরা।
ইউরোপীয় বাজারও সাপ্তাহিক লেনদেনের শুরুতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। ইউরোপে দিনব্যাপী লেনদেনের শুরুতেই স্টক্স ৬০০ সূচক বেড়েছে ০.৭ শতাংশ। অন্যদিকে, ওয়াল স্ট্রিটে লেনদেন শুরুর আগেও ছিল প্রবৃদ্ধির পূর্বাভাস। এসঅ্যান্ডপি ৫০০ সূচক ০.৪ শতাংশ এবং প্রযুক্তিখাতনির্ভর নাসডাক ১০০ সূচক ০.৫ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই পূর্বাভাস থেকে ধারণা করা হচ্ছে যে, যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ব্যাংকগুলো নিয়ে বাজারে সৃষ্ট উদ্যোগ কিছুটা স্তিমিত হয়ে আসছে।
তবে ওয়াল স্ট্রিটে বিনিয়োগকারীরা এখনো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ারে দৃঢ় আস্থা দেখাচ্ছেন। কারণ, বাজারের সামগ্রিক উচ্চ মুনাফার ধারাবাহিকতা অনেকাংশে এই খাতের ওপর নির্ভরশীল। ব্রিটিশ মার্চেন্ট ব্যাংক আরবাথনট ল্যাথামের গ্লোবাল ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি বিভাগের পরিচালক জেসন দা সিলভা মনে করেন, বিগ টেক প্রতিষ্ঠানগুলো এখন প্রাথমিক বিনিয়োগের ধাপে না থাকলেও, এখনো ভালো রিটার্নের পর্যাপ্ত সম্ভাবনা রয়ে গেছে। তাঁর প্রতিষ্ঠানও এখনই এআই খাত থেকে বিনিয়োগ সরিয়ে নেওয়ার কথা ভাবছে না।
অন্যদিকে, কারমিনিয়াক ইনভেস্টমেন্ট কমিটির সদস্য কেভিন থোজে মনে করছেন, কিছু ক্ষতিগ্রস্ত বা অতিমূল্যায়িত কোম্পানির ক্ষেত্রে এআই বুদবুদের লক্ষণ দেখা গেলেও, এখনই এআই খাত থেকে পুরোপুরি সরে যাওয়ার সময় আসেনি। এলএসইজি আইবিইএসের বিশ্লেষকরা চলতি প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) এসঅ্যান্ডপি ৫০০ তালিকার অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর মোট আয় ৮.৮ শতাংশ বাড়বে বলেও প্রত্যাশা করছেন।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- শেয়ারবাজারে সচেতনতা বাড়াতে এবার যুক্ত হচ্ছে মাঠ প্রশাসন
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- শেয়ারবাজার স্থিতিশীল রাখতে এক হাজার কোটি টাকা পাচ্ছে আইসিবি
- ইপিএস প্রকাশ করেছে ৮ কোম্পানি