ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

শনিবার বিদ্যুৎ থাকবে না দুই জেলায়

২০২৫ ডিসেম্বর ০৫ ১০:৩৮:৩০

শনিবার বিদ্যুৎ থাকবে না দুই জেলায়

নিজস্ব প্রতিবেদক: সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় আগামীকাল শনিবার কয়েক ঘণ্টার জন্য নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিতরণ লাইন থেকে শুরু করে ট্রান্সফরমার পর্যন্ত গুরুত্বপূর্ণ রক্ষণাবেক্ষণ ও মেরামত কার্যক্রম হাতে নেওয়ায় এই সিদ্ধান্ত জানিয়েছে সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ–২-এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক জানান, শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি বালুচর, ১১ কেভি সেনপাড়া ও ১১ কেভি শিবগঞ্জ ফিডারের আওতাধীন বিস্তৃত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বালুচর, শান্তিবাগ আ/এ, সোনার বাংলা আ/এ, নতুনবাজার, আল-ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপাড়, ফোকাস, জোনাকী, কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা, আলুরতল; সেনপাড়া, শিবগঞ্জ, ভাটাটিকর, সাদিপুর, টিলাগড়, গোপালটিলা, এমসি কলেজ; এবং শিবগঞ্জ, টিলাগড়, সবুজবাগ, বোরহানবাগ, হাতিমবাগ, লামাপাড়া, রাজপাড়া ও আশপাশের এলাকায় নির্ধারিত সময় বিদ্যুৎ থাকবে না। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত সংযোগ ফেরানো হবে বলেও জানানো হয়েছে।

এ ছাড়া একই দিন সুনামগঞ্জেও পাঁচ ঘণ্টার সাটডাউন কার্যক্রম চলবে। বিউবো সুনামগঞ্জ দপ্তরের নির্বাহী প্রকৌশলী রাসেল আহমেদ জানান, শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩৩ কেভি সুনামগঞ্জ ফিডারের রক্ষণাবেক্ষণ, সংরক্ষণ, মেরামত এবং সড়ক প্রশস্তকরণজনিত বৈদ্যুতিক খুঁটি অপসারণ–প্রতিস্থাপন কার্যক্রম পরিচালনা করা হবে।

এই কারণে ১৩২/৩৩ কেভি সুনামগঞ্জ গ্রীড উপকেন্দ্রের ৩৩ কেভি লাইনে সাটডাউন নেওয়া হচ্ছে। ফলে বিউবো সুনামগঞ্জ কার্যালয়ের আওতাধীন সব এলাকায় সকালে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে দ্রুত স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত