ঢাকা, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

ত্রাণ পাঠানোয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন লঙ্কান প্রধানমন্ত্রী

শ্রীলঙ্কার পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন প্রধান উপদেষ্টা

২০২৫ ডিসেম্বর ০৪ ২২:০৫:৪৬

শ্রীলঙ্কার পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ভয়াবহ বন্যায় বিপর্যস্ত শ্রীলঙ্কায় ত্রাণ সহায়তা পাঠানোয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করে ধন্যবাদ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ড. হারিনি আমারাসুরিয়া।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় এই ফোনালাপ অনুষ্ঠিত হয়।

ফোনালাপে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী সাম্প্রতিক ধ্বংসাত্মক ঘূর্ণিঝড় ও বন্যার পর বাংলাদেশের পক্ষ থেকে দ্রুত সহায়তা ও সংহতি প্রকাশের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জবাবে প্রধান উপদেষ্টা ড. ইউনূস শ্রীলঙ্কায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সহানুভূতি প্রকাশ করেন। তিনি সংকট মোকাবিলায় শ্রীলঙ্কাকে আরও জরুরি সহায়তা এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ পাঠানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। ড. ইউনূস বলেন, ‘আপনাদের যা কিছু প্রয়োজন, তা করতে পারলে আমরা খুশি হব।’

আলাপচারিতার এক পর্যায়ে প্রধান উপদেষ্টা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এ সময় এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত বুধবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ বিমান বাহিনীর মাধ্যমে শ্রীলঙ্কায় ১০ টন ত্রাণসামগ্রী পাঠায় সরকার। এর মধ্যে ছিল তাঁবু, শুকনো খাবার, ওষুধ ও উদ্ধার সরঞ্জাম। উল্লেখ্য, ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’-র প্রভাবে শ্রীলঙ্কায় সৃষ্ট বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ৩৩৪ জন নিহত হয়েছেন এবং লক্ষাধিক মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত