ঢাকা, সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি বিমান হামলা
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চলে রোববার (১৯ অক্টোবর) নতুন সংঘর্ষের ঘটনা ঘটেছে, যা যুদ্ধবিরতি চুক্তির সরাসরি লঙ্ঘন হিসেবে দেখা যাচ্ছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দক্ষিণ রাফাহ অঞ্চলে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে অন্তত দুইবার হামলা চালানো হয়েছে। এই হামলা পরিস্থিতি আরও উত্তপ্ত করেছে।
ইসরায়েলের সামরিক কর্মকর্তারা অভিযোগ করেছেন, ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালিয়েছে। তারা স্নাইপার এবং রকেটচালিত গ্রেনেড ব্যবহার করে সৈন্যদের লক্ষ্য করেছে। যদিও বিমান হামলার বিষয়টি সরকারিভাবে নিশ্চিত করা হয়নি, তবে সংঘর্ষের প্রমাণ স্পষ্ট।
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দক্ষিণ রাফাহ শহরে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। এই এলাকায় সংঘর্ষের পর ইসরায়েলি যুদ্ধবিমান দুটি হামলা চালিয়েছে। সংঘর্ষের ঘটনার স্থানগুলি ইয়েলো লাইনের পূর্ব দিকে ইসরায়েল-নিয়ন্ত্রিত এলাকায় অবস্থিত।
স্থানীয় গণমাধ্যম এবং ইসরায়েলি সরকারি সংবাদমাধ্যম জানাচ্ছে, দক্ষিণ গাজার বিভিন্ন স্থানে সেনাবাহিনী অভিযান চালাচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এই পরিস্থিতি নিয়ে ফোনালাপে রয়েছেন। তারা হামাসের কার্যক্রম এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন।
একই সময়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানাচ্ছে, সংঘর্ষ চলাকালীন একটি বিস্ফোরক ডিভাইস (আইইডি) বিস্ফোরিত হয়েছে। বিস্ফোরণে এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে এবং ইসরায়েলি সৈন্যরা আহত হয়েছেন। এই ঘটনা গাজার উত্তেজনা আরও বাড়িয়েছে।
সংঘর্ষের পেছনে একটি বিষয়ও প্রতীয়মান হয়েছে—গাজার স্থানীয় মিলিশিয়া গোষ্ঠীর সঙ্গে হামাসের সমস্যা। যেসব মিলিশিয়া সদস্য ইসরায়েলি সৈন্যদের সঙ্গে কাজ করেছে, হামাস তাদের অত্যন্ত ঘৃণিত মনে করছে। হামাস ওই গোষ্ঠীর সদস্যদের আটক করতে দক্ষিণ গাজার নির্দিষ্ট এলাকা ঘিরে অভিযান পরিচালনা করার চেষ্টা করছে। তবে, এই অভিযান ও গ্রেফতারের বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- ২৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা উদ্যোক্তা পরিচালকের
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক
- স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান
- সূচক কমলেও স্বস্তিতে বাজার, লেনদেন বেড়েছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ জানুয়ারি)
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল