ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি বিমান হামলা
.jpg)
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চলে রোববার (১৯ অক্টোবর) নতুন সংঘর্ষের ঘটনা ঘটেছে, যা যুদ্ধবিরতি চুক্তির সরাসরি লঙ্ঘন হিসেবে দেখা যাচ্ছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দক্ষিণ রাফাহ অঞ্চলে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে অন্তত দুইবার হামলা চালানো হয়েছে। এই হামলা পরিস্থিতি আরও উত্তপ্ত করেছে।
ইসরায়েলের সামরিক কর্মকর্তারা অভিযোগ করেছেন, ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালিয়েছে। তারা স্নাইপার এবং রকেটচালিত গ্রেনেড ব্যবহার করে সৈন্যদের লক্ষ্য করেছে। যদিও বিমান হামলার বিষয়টি সরকারিভাবে নিশ্চিত করা হয়নি, তবে সংঘর্ষের প্রমাণ স্পষ্ট।
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দক্ষিণ রাফাহ শহরে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। এই এলাকায় সংঘর্ষের পর ইসরায়েলি যুদ্ধবিমান দুটি হামলা চালিয়েছে। সংঘর্ষের ঘটনার স্থানগুলি ইয়েলো লাইনের পূর্ব দিকে ইসরায়েল-নিয়ন্ত্রিত এলাকায় অবস্থিত।
স্থানীয় গণমাধ্যম এবং ইসরায়েলি সরকারি সংবাদমাধ্যম জানাচ্ছে, দক্ষিণ গাজার বিভিন্ন স্থানে সেনাবাহিনী অভিযান চালাচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এই পরিস্থিতি নিয়ে ফোনালাপে রয়েছেন। তারা হামাসের কার্যক্রম এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন।
একই সময়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানাচ্ছে, সংঘর্ষ চলাকালীন একটি বিস্ফোরক ডিভাইস (আইইডি) বিস্ফোরিত হয়েছে। বিস্ফোরণে এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে এবং ইসরায়েলি সৈন্যরা আহত হয়েছেন। এই ঘটনা গাজার উত্তেজনা আরও বাড়িয়েছে।
সংঘর্ষের পেছনে একটি বিষয়ও প্রতীয়মান হয়েছে—গাজার স্থানীয় মিলিশিয়া গোষ্ঠীর সঙ্গে হামাসের সমস্যা। যেসব মিলিশিয়া সদস্য ইসরায়েলি সৈন্যদের সঙ্গে কাজ করেছে, হামাস তাদের অত্যন্ত ঘৃণিত মনে করছে। হামাস ওই গোষ্ঠীর সদস্যদের আটক করতে দক্ষিণ গাজার নির্দিষ্ট এলাকা ঘিরে অভিযান পরিচালনা করার চেষ্টা করছে। তবে, এই অভিযান ও গ্রেফতারের বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর
- ইপিএস প্রকাশ করেছে ৮ কোম্পানি
- শেয়ারবাজার স্থিতিশীল রাখতে এক হাজার কোটি টাকা পাচ্ছে আইসিবি
- ১০ কোম্পানির কারণে ৩ মাস পেছনে গেল শেয়ারবাজার