ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২
আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহায়তা করতে চায় ইতালি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও ইতালির মধ্যে দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা জোরদারে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে ইতালির রাজধানী রোমে। এতে উভয় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অগ্নিদুর্ঘটনায় তদন্ত সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তিগত সহায়তা, প্রশিক্ষণ, অনিয়মিত অভিবাসন ও মানব পাচার প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করেন।
শনিবার (১৮ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এবং ইতালির পক্ষে নেতৃত্ব দেন সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মাতিও পিয়ানতিদোসি।
ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে অনিয়মিত অভিবাসন, মানবপাচার, অর্থপাচার, আর্থিক অপরাধ প্রতিরোধ এবং অগ্নিদুর্ঘটনায় তদন্ত সক্ষমতা বাড়ানোর বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
বৈঠকে উভয় দেশ অভিবাসন ব্যবস্থাপনা ও পাচার রোধে যৌথ নিরাপত্তা সংলাপ, গোয়েন্দা তথ্য বিনিময় এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে যৌথ অভিযান পরিচালনার বিষয়ে একমত পোষণ করে। পাশাপাশি মানবপাচার রোধে যৌথ টাস্কফোর্স গঠন, ভুক্তভোগীদের পুনর্বাসন এবং বৈধ অভিবাসনের সুযোগ বৃদ্ধি করার ওপর জোর দেওয়া হয়।
আলোচনায় আরও উঠে আসে আর্থিক অপরাধ দমনে পারস্পরিক আইনি সহায়তা এবং প্রত্যর্পণ চুক্তির প্রস্তাব। ফরেনসিক তদন্ত সক্ষমতা বৃদ্ধি ও সম্পদ পুনরুদ্ধার কার্যক্রমের উন্নয়ন নিয়েও গুরুত্বের সঙ্গে আলোচনা হয়।
বাংলাদেশে অগ্নিদুর্ঘটনার তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে প্রযুক্তিগত সহায়তা ও প্রশিক্ষণের আশ্বাস দেয় ইতালি।
বৈঠক শেষে উভয় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই সহযোগিতাকে ভবিষ্যতের অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে আখ্যা দেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
- ১০ কোম্পানির কারণে ৩ মাস পেছনে গেল শেয়ারবাজার
- শেয়ারবাজার কি ধ্বংসের পথে? আর কত রক্তক্ষরণ?
- ইপিএস প্রকাশ করেছে ৮ কোম্পানি
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: নোমান আলীর শিকার মার্করাম
- ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানাল ৯ কোম্পানি
- পোশাক খাতকে শেয়ারবাজারে আনতে বড় উদ্যোগ নিচ্ছে বিজিএমইএ