ঢাকা, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

সামাজিক মাধ্যমে বুলিংয়ের বিষয়ে মুখ খুললেন জয়া আহসান

২০২৫ অক্টোবর ১৭ ২১:২৫:২৯

সামাজিক মাধ্যমে বুলিংয়ের বিষয়ে মুখ খুললেন জয়া আহসান

বিনোদন ডেস্ক: দুই বাংলার আলোচিত অভিনেত্রী জয়া আহসান অভিনয় ছাড়াও সামাজিক মাধ্যমে যথেষ্ট সক্রিয়। ভক্তদের সঙ্গে নিজের নানা মুহূর্ত ভাগ করে নেওয়ার পাশাপাশি কখনও কখনও তিনি বুলিংয়ের মুখেও পড়েন। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টের দ্বাদশ পর্বে জয়া এ বিষয়টি খোলামেলা আলোচনা করেছেন।

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত পডকাস্টে জয়া বুলিংয়ের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, সামাজিক মাধ্যমে কমেন্টবক্স আমি বেশি পড়ি না। তবে যখন পড়ি, খারাপ লাগে তাদের জন্য যারা অন্যের উপর অশোভন মন্তব্য ছুঁড়ে আনন্দ পায়। তারা হয়তো একদিন চলে যাবে, কিন্তু কথাগুলো থেকে যাবে। আমার পক্ষে কিছু হবে না।

এছাড়া অতীতের প্রতি তার বিশেষ টান নিয়েও তিনি মন্তব্য করেন, আমি সবসময় অতীতে বাঁচি। পুরনো জিনিস শুধু অতীত নয়, আমার কাছে তা আরও বেশি গুরুত্বপূর্ণ। অতীত বর্তমান ও ভবিষ্যতের সঙ্গে একটি সেতুবন্ধন তৈরি করে।

উল্লেখ্য, ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্ট প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল। অনুষ্ঠানটি প্রচার হবে আগামী শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টায়, মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএমে।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত