ঢাকা, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

ট্রাম্পের যুদ্ধবাজ মন্তব্যে ভেনেজুয়েলার অভিযোগ

২০২৫ অক্টোবর ১৬ ১৬:০০:০৬

ট্রাম্পের যুদ্ধবাজ মন্তব্যে ভেনেজুয়েলার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক :ভেনেজুয়েলার সরকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক “যুদ্ধবাজ” মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টো ঘোষণা করেছেন, এই ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং মহাসচিবের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হবে।

বুধবার (১৫ অক্টোবর) দ্য নিউ ইয়র্ক টাইমস মার্কিন প্রশাসনের একাধিক কর্মকর্তার বরাতে জানায়, ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে তীব্র অভিযান পরিচালনার অংশ হিসেবে সিআইএকে গোপন মিশন পরিচালনার অনুমতি দিয়েছে।

পরদিন বৃহস্পতিবার টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ভেনেজুয়েলা মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধবাজ ও উগ্র বক্তব্য প্রত্যাখ্যান করছে। তিনি প্রকাশ্যে আমাদের দেশের শান্তি ও স্থিতিশীলতার বিরুদ্ধে অভিযানের অনুমোদনের কথা স্বীকার করেছেন।”

ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের মন্তব্যকে “আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন” হিসেবে বর্ণনা করেছে এবং বিষয়টি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া কামনা করেছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, সরকার সিআইএ’র কার্যকলাপ ও ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তাদের অভিযোগ, ট্রাম্পের এসব পদক্ষেপ ভেনেজুয়েলায় “শাসন পরিবর্তন” ও “দেশের তেলসম্পদ দখল” বৈধতা দেওয়ার প্রচেষ্টা।

ভেনেজুয়েলা জানিয়েছে, জাতিসংঘে তাদের স্থায়ী মিশন বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদ ও মহাসচিবের কাছে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেবে, যেখানে মার্কিন সরকারের বিরুদ্ধে ক্যারিবীয় অঞ্চলে সামরিক উত্তেজনা প্রশমনে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হবে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত