ঢাকা, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

দাবি আদায়ে লং মার্চের প্রস্তুতিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা

২০২৫ অক্টোবর ১৬ ১৩:১৭:১১

দাবি আদায়ে লং মার্চের প্রস্তুতিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক: মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা পঞ্চম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আজ দাবি আদায় না হলে তারা ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন তারা। এরই অংশ হিসেবে লং মার্চের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন শিক্ষকরা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে কয়েক হাজার শিক্ষক-কর্মচারী জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন, যেমন, ‘২০ শতাংশ বাড়ি ভাড়া, দিতে হবে দিতে হবে’, ‘বাংলার শিক্ষক, এক হও এক হও’, ‘শিক্ষকদের সঙ্গে প্রহসন, মানি না মানি না’।

আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা শ্রেণিকক্ষে অংশগ্রহণ করবেন না। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের যুগ্ম সদস্যসচিব আবুল বাশার জানান, বুধবার অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বাড়ি ভাড়া ১০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছিল।

সোমবার থেকে মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে সারাদেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। এতে দেশের বিভিন্ন স্কুল ও কলেজে ক্লাস কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

শিক্ষকরা দাবি করছেন, সরকারের প্রস্তাবিত বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির হার ‘অপর্যাপ্ত ও অবাস্তব’। তারা পাশাপাশি সর্বজনীন বদলি নীতি বাস্তবায়নেরও দাবি জানিয়েছেন।

গত রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির সময় পুলিশ শিক্ষকদের সরাতে গেলে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এরপর শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নিয়ে আন্দোলন অব্যাহত রাখেন।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত