ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

বিএনপি-জামায়াতের মধ্যে উত্তেজনা, আশঙ্কা বড় সংঘাতের

২০২৫ অক্টোবর ১৬ ০১:২০:৫৬

বিএনপি-জামায়াতের মধ্যে উত্তেজনা, আশঙ্কা বড় সংঘাতের

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাঁশখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বড় ধরনের সংঘাত এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৫ অক্টোবর) বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত কাথরিয়া বাজারে দুই দলের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে ছিলেন। স্থানীয় যুবদল কর্মী মোরশেদুল ইসলামের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়।

স্থানীয়রা জানান, জামায়াতের নেতাকর্মীরা কাথরিয়া বাজারের পশ্চিমদিকে অবস্থান নেন, আর বিএনপির নেতাকর্মীরা বাজারের পূর্বদিকে। দুইপক্ষ পাল্টাপাল্টি স্লোগান দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ দুই দলের মধ্যে ব্যারিকেড স্থাপন করে। রাতের দিকে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।

বিকাল ৪টার দিকে যুবদল নেতা মোরশেদুল ইসলাম ফেসবুকে একটি পোস্ট দেন, যেখানে তিনি দাবি করেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা তার ওপর হামলা চালিয়েছে। পোস্টের পরই বিএনপি নেতাকর্মীরা দ্রুত কাথরিয়া বাজারে জমায়েত হন। একই সময় জামায়াতের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত হতে থাকেন। পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।

বাঁশখালী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. রাসেল চৌধুরী জানান, জামায়াতের কয়েকজন নেতা বিএনপি নেতাদের নিয়ে সামাজিক মাধ্যমে কটূক্তি ছড়িয়েছিলেন। মোরশেদুল ইসলাম প্রতিবাদ করলে তাকে আটক ও মারধরের চেষ্টা করা হয়, যা বিএনপি নেতাকর্মীদের রাস্তায় নামার কারণ হয়ে দাঁড়ায়।

অন্যদিকে কাথরিয়া জামায়াতের আমির মাস্টার নুরুল কবির দাবি করেন, যুবদল নেতা মোরশেদকে আটক বা মারধরের ঘটনা ঘটেনি। তিনি অভিযোগ করেন, বিএনপি নেতাকর্মীরা বিনা উসকানিতে স্লোগান দিয়ে উত্তেজনা সৃষ্টি করেছেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে কথাকাটাকাটি হয়েছিল। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে এবং সবাইকে শান্ত থাকার ও আইন নিজের হাতে না নেওয়ার আহ্বান জানান।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত