ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

ল্যাবএইডের অন্যতম কর্ণধারকে দেখল বিশ্ব: ইউএসএ টুডে ফিচার

২০২৫ অক্টোবর ১৫ ১৮:৩৭:১৬

ল্যাবএইডের অন্যতম কর্ণধারকে দেখল বিশ্ব: ইউএসএ টুডে ফিচার

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশের স্বাস্থ্যসেবা শিল্পের জন্য এক গৌরবময় মুহূর্ত হিসেবে উঠে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংবাদপত্র ‘ইউএসএ টুডে’-তে। এই বিশ্বখ্যাত প্রকাশনায় ফিচার্ড হয়েছেন ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও ল্যাবএইড গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীম। আন্তর্জাতিক এই দৈনিকের বিশেষ প্রতিবেদনে বাংলাদেশের স্বাস্থ্যখাতকে তুলে ধরা নিঃসন্দেহে দেশের জন্য বিশাল সম্মান, এবং এটি বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা মানচিত্রে বাংলাদেশকে উদীয়মান কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়ক ভূমিকা রাখবে। ইউএসএ টুডে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ ও জনপ্রিয় দৈনিক, যা সংক্ষিপ্ত, সুস্পষ্ট প্রতিবেদনের পাশাপাশি জনপ্রিয় সংস্কৃতির গল্পও অন্তর্ভুক্ত করে। সাকিফ শামীমের সাক্ষাৎকার এবং ল্যাবএইডের কার্যক্রমের আলোচনার মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যপ্রযুক্তি এবং চিকিৎসা সক্ষমতা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলো।

তবে এই বিশাল সাফল্যের মূলে রয়েছে ল্যাবএইড গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া)-এর জীবন সদস্য ডা. এ এম শামীমের সেই দূরদর্শী স্বপ্ন। ১৯৮৪ সালে মাত্র একটি ডায়াগনস্টিক সেন্টার নিয়ে তার হাতে যে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছিল, তা ছিল কেবল একটি সেবামূলক উদ্যোগ নয়—ছিল উন্নত ও নৈতিক চিকিৎসাসেবা সবার দোরগোড়ায় পৌঁছে দেওয়ার এক অঙ্গীকার। তার দৃঢ় নৈতিকতা এবং মানসম্পন্ন সেবার প্রতি অবিচল নিষ্ঠাই ল্যাবএইডকে তিলে তিলে দেশের সবচেয়ে বিশ্বস্ত স্বাস্থ্যসেবা ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ডা. শামীমের সেই প্রাথমিক বীজ বপনই আজ একটি সুবিশাল মহীরুহে পরিণত হয়েছে, যার ফলস্বরূপ আজকের আন্তর্জাতিক স্বীকৃতি এসেছে।

ডা. এ এম শামীমের যোগ্য নেতৃত্বে ল্যাবএইড গ্রুপ আজ দেশের বৃহত্তম স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত। বর্তমানে ল্যাবএইডের ছয়টি বিশেষায়িত হাসপাতাল, ৪৫টি ডায়াগনস্টিক সেন্টার, একটি মেডিকেল কলেজ, ফার্মাসিউটিক্যালস, রিয়েল এস্টেট, শিক্ষাপ্রতিষ্ঠানসহ ১২,০০০-এরও বেশি কর্মচারী নিয়ে গঠিত এই প্রতিষ্ঠান। ডা. শামীমের নেতৃত্বে স্বাস্থ্যসেবায় প্রযুক্তিনির্ভর বিপ্লব ঘটিয়েছে। তিনি লাইফপ্লাস বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন, যা দেশের বৃহত্তম হেলথটেক কোম্পানি হিসেবে তিন লাখেরও বেশি সক্রিয় ব্যবহারকারী নিয়ে কাজ করছে। এছাড়া তিনি চালু করেছেন Labaid GPT, একটি জেনারেটিভ এআই প্ল্যাটফর্ম, যা ডাক্তার ও রোগীদের সেকেন্ড অপিনিয়ন প্রদানের জন্য ব্যবহার করা হয় এবং ল্যাবএইডের বহু বছরের সংরক্ষিত ডেটা দ্বারা চালিত। তার উদ্যোগে ল্যাবএইড গ্রুপ ভার্চু-কেয়ার এআই (Virtuecare AI)-এর মাধ্যমে অগমেন্টেড রিয়্যালিটি (AR) এবং ভার্চুয়াল রিয়্যালিটি (VR) প্রযুক্তি ব্যবহার শুরু করেছে, যা দক্ষিণ এশিয়া, আফ্রিকা এবং অনুরূপ অঞ্চলের মানুষের জন্য সাশ্রয়ী ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে।

ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টার দেশের শীর্ষ হাসপাতালগুলোর মধ্যে অন্যতম, যা রোগ নির্ণয় থেকে শুরু করে সমন্বিত ক্যান্সার পরিচর্যা প্রদান করে। ল্যাবএইড গ্রুপের সম্প্রসারণ পরিকল্পনা সুদূরপ্রসারী। ঢাকায় ২৫০ মিলিয়ন ডলারের ৭৫০ শয্যার সুপার-স্পেশালিটি হাসপাতাল নির্মাণ এবং আগামী ৫ থেকে ৭ বছরের মধ্যে দেশের ৩০টি ক্যান্সার সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে। আন্তর্জাতিক বাজারে উদ্ভাবন ও বিশ্বাসযোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে ল্যাবএইড সিঙ্গাপুর ও হংকং-এ পাবলিক হওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল ও হার্ভার্ড মেডিক্যাল স্কুলের সঙ্গে অংশীদারিত্ব রয়েছে।

ল্যাবএইড গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীম মনে করেন, ল্যাবএইড শুধু একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান নয়—এটি রূপান্তরের একটি মঞ্চ। তার লক্ষ্য বাংলাদেশে চিকিৎসা খাতে আমূল পরিবর্তন আনা এবং সঠিক অবকাঠামো ও অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশকে স্বাস্থ্যসেবার আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা। তিনি আশা করেন, আগামী পাঁচ বছরের মধ্যে ল্যাবএইড গ্রুপকে বিলিয়ন কর্পোরেশনে রূপান্তরিত করা সম্ভব, যার মাধ্যমে বছরে প্রায় ৭-৮ মিলিয়ন মানুষকে বিশ্বমানের স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া যাবে। সাকিফ শামীমের মতে, বিশ্বমানের স্বাস্থ্যসেবা কোনো বিলাসিতা নয়, বরং প্রতিটি মানুষের মৌলিক অধিকার।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

রাকসুতে পরাজিত প্রার্থীদের ব্যতিক্রমী আয়োজন

রাকসুতে পরাজিত প্রার্থীদের ব্যতিক্রমী আয়োজন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) নির্বাচনে পরাজিত প্রার্থীরা একটি মিলনমেলার আয়োজন করেছেন। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের... বিস্তারিত