ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

সাম্প্রতিক বিভিন্ন অগ্নিকাণ্ডের ঘটনায় প্রধান উপদেষ্টার বিবৃতি

২০২৫ অক্টোবর ১৮ ২১:১৬:৪৪

সাম্প্রতিক বিভিন্ন অগ্নিকাণ্ডের ঘটনায় প্রধান উপদেষ্টার বিবৃতি

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক সময়ের একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে যে উদ্বেগ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে, তা গভীরভাবে পর্যবেক্ষণ করছে অন্তর্বর্তীকালীন সরকার। এই ঘটনার প্রতিটি কেস নিরাপত্তা সংস্থাগুলো খতিয়ে দেখছে, এবং প্রমাণ মিললে নাশকতার বিরুদ্ধে তাৎক্ষণিক ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সরকার।

শনিবার (১৮ অক্টোবর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে নিরাপত্তা বাহিনী। প্রতিটি অগ্নিকাণ্ড গভীরভাবে তদন্ত করা হচ্ছে। নাশকতা বা ইচ্ছাকৃত অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে সরকার শক্তভাবে ব্যবস্থা নেবে।

সরকার আরো জানিয়েছে, কোনো অপরাধী গোষ্ঠী বা উসকানিদাতাকে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়া ব্যাহত করার সুযোগ দেওয়া হবে না। এসব ঘটনা যদি সত্যিই আতঙ্ক ও বিভাজন সৃষ্টির উদ্দেশ্যে ঘটে থাকে, তবে তা শুধু তখনই সফল হবে, যখন আমরা নিজেদের ভীত অবস্থায় সিদ্ধান্ত নেব।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের মানুষ অতীতেও বহু সংকট কাটিয়ে উঠেছে। এবারও জনগণের ঐক্য, সংযম এবং দৃঢ়তা দিয়েই যেকোনো হুমকির জবাব দেওয়া হবে। ভয় নয়, দায়িত্বশীলতা ও ধৈর্যের মধ্য দিয়েই আমরা অগ্রসর হব।

এদিকে শনিবার দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত ছিল নৌ-বাহিনী, বিমানবাহিনী, সিভিল অ্যাভিয়েশন, দুই প্লাটুন বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা। সন্ধ্যার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে।

এর আগে ১৬ অক্টোবর চট্টগ্রামের ইপিজেড এলাকার একটি তোয়ালে কারখানায় এবং ১৪ অক্টোবর ঢাকার মিরপুরের শিয়ালবাড়ির একটি রাসায়নিক গুদামেও আগুন লাগে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত