ঢাকা, মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২

আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ জানুয়ারি)

২০২৬ জানুয়ারি ১৩ ১১:২১:৪৭

আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ জানুয়ারি)

নিজস্ব প্রতিবেদক: আবারও ঊর্ধ্বমুখী হলো দেশের স্বর্ণবাজার। ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ২০০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা। মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকে সারা দেশে এই নতুন দর কার্যকর হবে।

সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের মূল্য বৃদ্ধির কারণে সোনার দামে এই সমন্বয় করা হয়েছে। বাজার পরিস্থিতি বিবেচনায় এনে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সোনার পাশাপাশি রুপার দামেও ঊর্ধ্বগতি দেখা গেছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৯৪৯ টাকা।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত