ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২
জাপানে এক লাখকর্মী পাঠাতে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে: প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে জাপানি বিনিয়োগের পরিধি আরও বাড়ানো এবং দেশটিতে কর্মসংস্থানের জন্য অধিক সংখ্যক দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের সাবেক ফার্স্ট লেডি আকিয়ে আবে এবং জাপানি উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাতে এলে তিনি এই আহ্বান জানান।
সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জাপানের সাথে বাংলাদেশের অর্থনৈতিক ও মানবসম্পদ উন্নয়ন সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, আগামী পাঁচ বছরে অন্তত এক লাখ বাংলাদেশি কর্মী জাপানে পাঠাতে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা ভবিষ্যতে আরও বাড়ানোর সুযোগ রয়েছে। এই লক্ষ্যে সরকার হাজার হাজার নার্স ও কেয়ারগিভারকে জাপানি ভাষা ও পেশাগত প্রশিক্ষণ প্রদান করছে।
জাপানের সাবেক ফার্স্ট লেডি আকিয়ে আবে বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বঙ্গোপসাগরের সামুদ্রিক দূষণ রোধে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।
বৈঠকে ড. ইউনূস তার আসন্ন টোকিও সফর সম্পর্কে জানান। আগামী মার্চের তৃতীয় সপ্তাহে তিনি জাপান সফর করবেন এবং সেখানে সাসাকাওয়া ফাউন্ডেশনের সাথে যৌথ সামুদ্রিক গবেষণা উদ্যোগে অংশ নেবেন। এই উদ্যোগের আওতায় মহেশখালী-মাতারবাড়ী এলাকায় তিনটি মডেল মৎস্যগ্রাম স্থাপন করার পরিকল্পনা রয়েছে।
নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, "আগামী ১২ ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের জন্য সরকার সম্পূর্ণ প্রস্তুত।" তিনি আবারও স্পষ্ট করেন যে, নির্বাচন শেষে তিনি তার পূর্ববর্তী সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে ফিরে যাবেন এবং ভবিষ্যতে রাজনীতি বা কোনো রাষ্ট্রীয় পদে থাকার ইচ্ছা তার নেই। তিনি তার ‘থ্রি-জিরো’ (শূন্য বেকারত্ব, শূন্য দারিদ্র্য ও শূন্য কার্বন নিঃসরণ) বিশ্ব ধারণা বাস্তবায়নে কাজ করে যেতে চান।
বৈঠকে জাপানি জৈবজ্বালানি প্রতিষ্ঠান ‘ইউগ্লেনা’র প্রতিষ্ঠাতা মিতসুরু ইজুমো এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- চট্টগ্রাম বনাম রংপুরের ম্যাচটি শেষ: জানুন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শেষ-দেখুন ফলাফল
- নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- নোয়াখালী বনাম রাজশাহী: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- দীর্ঘ সংকট কাটাতে বাজারে ১০ শক্তিশালী কোম্পানি আনছে সরকার
- শেয়ারবাজারে নতুন নামে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- শ্রীলঙ্কা বনাম পাকিস্তান: বছরের শুরুতেই হাইভোল্টেজ ম্যাচ-দেখুন সরাসরি
- সুন্দরবনে ভ্রমণে গিয়ে প্রাণ হারালেন ঢাবি শিক্ষক
- চট্টগ্রাম রয়্যালস বনাম সিলেট টাইটান্স: জমজমাট খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড পেতে হলে নজর রাখুন ২ কোম্পানির রেকর্ড ডেটে