ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

রাকসুতে পরাজিত প্রার্থীদের ব্যতিক্রমী আয়োজন 

২০২৫ অক্টোবর ১৮ ২৩:০৫:৫৪

রাকসুতে পরাজিত প্রার্থীদের ব্যতিক্রমী আয়োজন 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) নির্বাচনে পরাজিত প্রার্থীরা একটি মিলনমেলার আয়োজন করেছেন।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে এই আয়োজনে বিভিন্ন খেলাধুলা, গান-বাজনাসহ বিনোদনমূলক কার্যক্রম ছিল।

রাকসুতে ছাত্রদল সমর্থিত পরাজিত ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর বলেন, তাদের এই একত্রিত হওয়ার উদ্দেশ্য হলো একটি সুন্দর, নিরাপদ, সৌহার্দ্যপূর্ণ ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা। তিনি উল্লেখ করেন যে, পরাজিত হলেও তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 'স্টেকহোল্ডার' এবং বিজয়ী প্রার্থীরা যেন তাদের ইশতেহার সঠিকভাবে বাস্তবায়ন করে, তা তদারকি করার দায়িত্ব তাদের। আবীর বিজয়ী ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদকে তার প্রতিশ্রুতি রক্ষা করে সবাইকে নিয়ে কাজ করার আহ্বান জানান।

পরাজিত স্বতন্ত্র এজিএস প্রার্থী শাহ পরান বলেন, কিছু মানুষ গুজব ছড়িয়েছে যে তারা হেরে গিয়ে কান্নাকাটি করছেন। তিনি বলেন, "ওই কান্নার স্বরটা দেখানোর জন্য আমাদের এ আয়োজন।" মূল উদ্দেশ্য হলো সবাই যেন একত্রিত হতে পারে এবং খেলাধুলা, খাওয়া-দাওয়া ও গান-বাজনার মাধ্যমে সময় কাটাতে পারে।

মিলনমেলায় ছাত্রদলসহ বিভিন্ন প্যানেলের ভিপি, জিএস, এজিএসসহ বিভিন্ন পদে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা উপস্থিত ছিলেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

রাকসুতে পরাজিত প্রার্থীদের ব্যতিক্রমী আয়োজন

রাকসুতে পরাজিত প্রার্থীদের ব্যতিক্রমী আয়োজন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) নির্বাচনে পরাজিত প্রার্থীরা একটি মিলনমেলার আয়োজন করেছেন। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের... বিস্তারিত