ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২
নোভার্টিস এখন নেভিয়ান: ২৫০ বছরের ঐতিহ্য নিয়ে বাংলাদেশে নতুন যাত্রা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে প্রায় ৫০ বছরের গৌরবময় পথচলার পর আনুষ্ঠানিকভাবে নাম পরিবর্তন করে নেভিয়ান লাইফসায়েন্স পিএলসি (Nevian Lifescience PLC) হিসেবে নতুন যাত্রা শুরু করলো প্রতিষ্ঠানটি। সুইজারল্যান্ডভিত্তিক ওষুধ প্রস্তুতকারক জায়ান্ট নোভার্টিস এজি (Novartis AG)-এর বাংলাদেশের সিংহভাগ শেয়ার দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল্স লিমিটেড অধিগ্রহণ করার ফলশ্রুতিতে এই ঐতিহাসিক পরিবর্তন এসেছে।
এই রূপান্তর এবং নতুন নামে যাত্রা শুরুর উদযাপনে ১৭ অক্টোবর, ২০২৫, শুক্রবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রশাসন, চিকিৎসক, শিক্ষাবিদ, নীতি নির্ধারক ও শিল্প খাতের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন পেশা ও শ্রেণির ৫০০ শতাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নেভিয়ান লাইফসাইন্স পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক মুসাওয়াত শামস জাহিদী উপস্থিতিদের স্বাগত জানিয়ে বলেন, "নোভার্টিসের সুদীর্ঘ ঐতিহ্যের ধারাবাহিকতায় একটি সমৃদ্ধ ভবিষ্যৎ বিনির্মাণে নেভিয়ান বদ্ধপরিকর। মানসম্মত ও জীবনরক্ষাকারী ওষুধ বাংলাদেশ ও বহির্বিশ্বের রোগীদের দোরগোড়ায় পৌঁছে দিতে আমাদের অঙ্গীকার নতুন নামেও অপরিবর্তিত থাকবে। এই রূপান্তর আমাদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত, যা বৈশ্বিক ২৫০ বছরের ঐতিহ্য ও স্থানীয় ৫০ বছরের সাফল্যকে একীভূত করে নতুন দিগন্তের সূচনা করলো।"
রেডিয়েন্ট গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী নোভার্টিসের মতো একটি বৈশ্বিক ঐতিহ্যের প্রতিষ্ঠানকে দেশীয় মালিকানায় নিয়ে আসার গুরুত্ব তুলে ধরেন। তিনি স্বাস্থ্যসেবা খাতে নেভিয়ানের অবদান এবং বিশ্বমানের ওষুধ উৎপাদন ও সরবরাহের মাধ্যমে দেশের অগ্রগতিতে ভূমিকা রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসী বিভাগের সাবেক চেয়ারম্যান ড. চৌধুরী মাহমুদ হাসান আশা প্রকাশ করে বলেন, "নেভিয়ান লাইফসাইন্স মান বজায় রেখে দেশের ফার্মাসিউটিক্যালস শিল্পের মানোন্নয়নে এবং জনস্বাস্থ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে, বৈশ্বিক মান অনুসরণ করার মাধ্যমে এটি ওষুধ রপ্তানি খাতে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে বলে আমি আশা করি।"
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি দেশের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণে মানসম্মত ওষুধের প্রাপ্যতার উপর জোর দেন। তিনি নেভিয়ানের নতুন যাত্রাকে দেশের শিল্প খাতের জন্য ইতিবাচক হিসেবে দেখেন এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর নীতিমালা মেনে চলার গুরুত্ব তুলে ধরেন।
শিল্প সচিব ওবায়দুর রহমান দেশের ওষুধ শিল্পে নেভিয়ান লাইফসাইন্সের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তিনি বৈশ্বিক মান বজায় রেখে উৎপাদন অব্যাহত রাখার মাধ্যমে রপ্তানি খাতকে শক্তিশালী করার ক্ষেত্রে নেভিয়ানের সম্ভাবনাকে স্বাগত জানান।
বিসিআইসি’র চেয়ারম্যান এবং নেভিয়ান লাইফসায়েন্স পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ফজলুর রহমান নতুন মালিকানার অধীনে নেভিয়ানের সাফল্য এবং শিল্পখাতে তাদের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, নেভিয়ান লাইফসাইন্স কর্তৃক নোভার্টিসের সর্বাধুনিক ও যুগান্তকারী ওষুধগুলোর আমদানি ও সরবরাহ অব্যাহত থাকবে। লাইসেন্সী হিসেবে নেভিয়ান একই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে, একই উপাদানে এবং একই প্রক্রিয়ায় নোভার্টিসের ব্র্যান্ডগুলো উৎপাদন করবে, ফলে ওষুধের গুণগত মান শতভাগ অপরিবর্তিত থাকবে।
ইতিমধ্যে, নেভিয়ানের ইইউ-জিএমপি সনদপ্রাপ্ত ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট সুইজারল্যান্ডভিত্তিক আরেক বহুজাতিক ফার্মা কোম্পানি স্যান্ডোজ এজি’র আওতাধীন বিভিন্ন দেশে ওষুধ রফতানির প্রক্রিয়ায় যুক্ত হয়েছে, যা আন্তর্জাতিক বাজারে প্রতিষ্ঠানের সক্ষমতা প্রমাণ করে।
ঐতিহাসিকভাবে, প্রতিষ্ঠানটি ১৯৭৩ সালে সিবা-গেইগী (বাংলাদেশ) লিমিটেড নামে যাত্রা শুরু করে, যা ১৯৯৬ সালে নোভার্টিস (বাংলাদেশ) লিমিটেড হিসেবে আত্মপ্রকাশ করে।
অনুষ্ঠান শেষে বাঙ্গালীর সনাতন ঐতিহ্যসমৃদ্ধ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশভোজের আয়োজন করা হয়।
এএসএম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- যে কারণে বাতিল হলো আজকের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, এক ক্লিকেই জানুন ফলাফল
- আজ আর্জেন্টিনা বনাম ব্রাজিলর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- কিছুক্ষণের মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- আগামীকাল ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ: কখন, কোথায়-সরাসরি দেখবেন যেভাবে
- অনলাইনে যেভাবে দেখবেন ২০২৫-২৬ মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল
- লাতিন বাংলা সুপার কাপ: আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা নিয়ে যে সিদ্ধান্ত এলো
- আজ দুপুরে মেডিকেল-ডেন্টাল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- IPL মিনি নিলাম ২০২৬: কবে, কখন, জানুন বাজেট-বিস্তারিত
- IPL নিলাম ২০২৬: সরাসরি দেখুন এখানে (LIVE)
- আজ IPL নিলাম: জানুন সময়সূচি-সরাসরি দেখার উপায় (LIVE)
- সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি লটারি চলছে, সরাসরি (LIVE) দেখুন
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কখন,কোথায়-যেভাবে দেখবেন টি-২০ ম্যাচটি
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, জেনে নিন কাট মার্ক
- বাংলাদেশ বনাম আফগানিস্তান: শ্বাসরুদ্ধকর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল