ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে, রাতেই ফ্লাইট চালু

২০২৫ অক্টোবর ১৮ ২১:২৯:৩৭

বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে, রাতেই ফ্লাইট চালু

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে দুপুরে লাগা ভয়াবহ আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। দুর্ঘটনার কারণে সাময়িকভাবে স্থগিত থাকা ফ্লাইট কার্যক্রম আজ শনিবার রাত ৯টা থেকে পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দুপুর ২টা ১৫ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত ও সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

তরিকুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবন্দর ও ফায়ার সার্ভিসের ঘনিষ্ঠ সমন্বয়ে আগুন সম্পূর্ণরূপে নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে।

ঘটনার পরপরই মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বিমানবন্দরে উপস্থিত হয়ে পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম শুরু হবে শিগগিরই। উৎস চিহ্নিত করে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

ঘটনাকালীন সহযোগিতা ও ধৈর্য প্রদর্শনের জন্য যাত্রী ও সাধারণ জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে মন্ত্রণালয়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত