ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

ঢাকায় পৌঁছেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

২০২৬ জানুয়ারি ১২ ১৮:৫২:০২

ঢাকায় পৌঁছেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় পৌঁছেছেন।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে তাকে বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উষ্ণ অভ্যর্থনা জানান।

কূটনৈতিক সূত্র জানায়, ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন। চলতি সপ্তাহের বৃহস্পতিবার (১৫ জানুয়া‌রি) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করার মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে তার কূটনৈতিক মিশন শুরু করবেন। এর আগে আগামী দুই দিন তিনি পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ও রাষ্ট্রাচার অনুবিভাগের প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে পরিচয়পত্র পেশের প্রস্তুতি সম্পন্ন করবেন।

এর আগে গত ৯ জানুয়ারি মার্কিন পররাষ্ট্র দপ্তরে এক অনুষ্ঠানে ব্রেন্ট ক্রিস্টেনসেন শপথ গ্রহণ করেন। বাংলাদেশে দায়িত্ব পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, "বাংলাদেশে ফিরতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। মার্কিন দূতাবাস ও স্থানীয় কর্মীদের সঙ্গে নিয়ে আমি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করতে চাই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্যকে এগিয়ে নিতে এবং আমেরিকাকে আরও নিরাপদ ও সমৃদ্ধ করতে কাজ করতে আমি উন্মুখ।"

উল্লেখ্য, ব্রেন্ট ক্রিস্টেনসেনের এর আগেও ঢাকায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকা দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি পিটার হাসের স্থলাভিষিক্ত হলেন, যিনি ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত