ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

মরদেহ হস্তান্তর যুদ্ধবিরতির নতুন সূচনা: ট্রাম্প

২০২৫ অক্টোবর ১৫ ১০:০৮:১৫

মরদেহ হস্তান্তর যুদ্ধবিরতির নতুন সূচনা: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, গাজা থেকে নিহত ইসরায়েলি জিম্মিদের মরদেহ হস্তান্তর যুদ্ধবিরতির নতুন পর্বের সূচনা হিসেবে গণ্য হবে। ট্রাম্পের এই বার্তা তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়েছেন।

মঙ্গলবার ট্রাম্প লেখেন, “গাজায় আটক ২০ জন জীবিত জিম্মি নিরাপদে ফিরে এসেছে। এটা আমাদের প্রত্যাশার সাফল্য।” তিনি আরও বলেন, “যদিও বড় সংকট অতিক্রান্ত হয়েছে, তবে কাজ এখনও শেষ হয়নি। সমঝোতা চুক্তি অনুযায়ী মৃত জিম্মিদের মরদেহও ফিরিয়ে দিতে হবে। যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় এখান থেকে শুরু হচ্ছে।”

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ২০০ জন নিহত ও ২৫১ জন জিম্মি হন। শেষ পর্যন্ত হামাসের কব্জায় ছিল ৪৮ জন, যেখানে ২০ জন জীবিত এবং ২৮ জন মৃত ছিলেন। ২৯ সেপ্টেম্বর ট্রাম্প নতুন যুদ্ধবিরতি প্রস্তাবনা উপস্থাপন করেন, যা ইসরায়েল ও হামাসের সম্মতিতে ১০ অক্টোবর থেকে কার্যকর হয়। প্রস্তাবে উল্লেখ ছিল, হামাসকে জীবিত ২০ জন এবং মৃত ২৮ জন জিম্মির মরদেহ হস্তান্তর করতে হবে।

যুদ্ধবিরতির তৃতীয় দিনে হামাস তাদের কব্জায় থাকা ২০ জন জিম্মিকে মুক্তি দেয়, বিনিময়ে ইসরায়েল ৩ হাজার ৭০০ ফিলিস্তিনি আটককে মুক্তি দেয়। হামাস ২০ জন জীবিত জিম্মির সঙ্গে ৪ জন মৃত জিম্মির মরদেহও হস্তান্তর করে। তবে ২৮ মরদেহের পরিবর্তে মাত্র ৪টি হস্তান্তর হওয়ায় ইসরায়েল ক্ষুব্ধ এবং গাজা-মিসর সীমান্তের রাফা ক্রসিং বন্ধ রাখার ও ত্রাণ সরবরাহ সীমিত করার পরিকল্পনা করছে।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, হামাস আরও কিছু মরদেহ ফেরত দিতে যাচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নেতৃত্বাধীন মন্ত্রিসভা জানিয়েছে, মরদেহ ফেরত না দিলে সীমান্ত ক্রসিং বন্ধ ও ত্রাণ সরবরাহ সীমিত করার সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত