ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২
নতুন পরিবর্তন নিয়ে দলগুলোর কাছে চূড়ান্ত 'জুলাই সনদ'

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক দলগুলোর কাছে 'জুলাই জাতীয় সনদ-২০২৫'-এর চূড়ান্ত ভাষ্য পাঠানো হয়েছে। এর ভিত্তিতে আগামী ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিতব্য সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে দলগুলোকে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে সনদের বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কিত কোনো সুপারিশ এখনো অন্তর্ভুক্ত করা হয়নি, যা স্বাক্ষর অনুষ্ঠানের পর আলাদাভাবে সরকারের কাছে জমা দেওয়া হবে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে কমিশনের পক্ষ থেকে দলগুলোর কাছে এই চূড়ান্ত সনদ পাঠানো হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এই স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করছে এবং প্রায় ৩ হাজার অতিথিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করা হয়েছে। অনুষ্ঠানটি দুই পর্বে অনুষ্ঠিত হবে, যেখানে প্রথম পর্বে সনদ স্বাক্ষর এবং দ্বিতীয় পর্বে প্রজেকশন ম্যাপিংয়ের মাধ্যমে জুলাই সনদ প্রণয়নের পটভূমি ভিডিও আকারে প্রদর্শন করা হবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
গত ১১ সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো জুলাই জাতীয় সনদের প্রথম চূড়ান্ত ভাষ্য থেকে বর্তমান ভাষ্যে কিছু গুরুত্বপূর্ণ ভাষাগত পরিবর্তন আনা হয়েছে। 'ঐকমত্যের ঘোষণা' নামে একটি নতুন প্যারা যুক্ত করা হয়েছে, যেখানে আগের বাক্যগুলোই সন্নিবেশিত।
পটভূমির অংশে বাংলাদেশের ইতিহাসের বিভিন্ন বিষয়, যেমন – ঔপনিবেশিক শাসন, পাকিস্তানি শাসনামলের শোষণ, স্বাধীনতা যুদ্ধ এবং পঁচাত্তরে বাকশাল গঠনের কথা উল্লেখ আছে। নতুন করে '১৯৭৬ সালে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়' বাক্যটি বাদ দিয়ে লেখা হয়েছে, '১৯৭৮ সালে বহুদলীয় রাজনীতির পুনঃপ্রবর্তনের উদ্যোগ গ্রহণের ফলে ১৯৭৯ সালে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়।'
'২০০৬ সালে কয়েকটি রাজনৈতিক হত্যাকাণ্ড ও তার প্রেক্ষাপটে ২০০৭ সালে দেশে জরুরি অবস্থা জারি ও একটি অস্বাভাবিক তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয় এবং নির্বাচন স্থগিত হয়ে যায়' বাক্যটি সংশোধন করে লেখা হয়েছে, '২০০৬ সালে আওয়ামী লীগের নেতৃত্বে লগি-বৈঠা তাণ্ডবে দেশে কয়েকটি নৃশংস রাজনৈতিক হত্যাকাণ্ড সংঘটিত হয়। ২০০৭ সালে দেশে জরুরি অবস্থা জারি ও একটি অস্বাভাবিক তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়, যা ১/১১ সরকার নামে পরিচিত। ফলে নির্বাচন স্থগিত হয়।'
নতুন সন্নিবেশিত বাক্যে বলা হয়েছে, "রাষ্ট্রকাঠামোতে একচ্ছত্র নিয়ন্ত্রণ এবং ক্ষমতার অপব্যবহারের অবারিত সুযোগ নিশ্চিত করার উদ্দেশ্যে বিগত ১৬ বছরে দলীয় প্রভাবকে প্রতিষ্ঠানিকীকরণের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর, জবাবদিহিতাবিহীন ও বিচারহীনতার সহায়ক হিসেবে গড়ে তোলা হয়েছিল।"
জুলাই গণ-অভ্যুত্থানের বিষয়ে 'প্রায় এক হাজার নাগরিক নিহত' এর স্থলে 'সহস্রাধিক' বলা হয়েছে। এছাড়া 'স্বৈরাচারী শাসক' এর জায়গায় 'ফ্যাসিস্ট শেখ হাসিনা' এবং 'পালিয়ে যেতে বাধ্য হয়' এর আগে 'অনেকেই' শব্দটি যোগ করা হয়েছে।
সংস্কার কমিশন গঠন অংশে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার প্রথমে ৩ অক্টোবর পাঁচটি কমিশন গঠন করে বলে উল্লেখ করা হয়েছে। স্বাধীন পুলিশ কমিশন গঠনে রাজনৈতিক দলগুলো একমত হলেও, সংশোধিত ভাষ্যে কমিশন গঠনের প্রক্রিয়া বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ আশা প্রকাশ করেন যে, সবার অংশগ্রহণের মাধ্যমে পরবর্তী ধাপে উপনীত হওয়া সম্ভব হবে। গণভোটের সময় নির্ধারণ নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির মধ্যে মতপার্থক্য এখনো অমীমাংসিত রয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশে বনাম হংকং, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ বাংলাদেশ বনাম হংকং ফুটবল ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে লাইভ দেখবেন
- বাংলাদেশে বনাম আফগানিস্তান,খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বিশ্বের সবচেয়ে দুর্বল শেয়ারবাজারের খেতাব পেল বাংলাদেশ!
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- শেয়ারবাজারে সাড়ে ৬ হাজার কোটি টাকার নতুন তদন্তে বিএসইসি
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- বিনিয়োগকারীদের স্বস্তি ফেরাবে বিএসইসি’র নতুন নিয়ম
- বাংলাদেশ বনাম আফগানিস্তান,ফ্রিতে দেখবেন যেভাবে
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- সরকারের বড় পদক্ষেপ: বন্ধ হচ্ছে ৯ লিজিং কোম্পানি
- মার্জারের দুই ব্যাংকে ফেঁসে গেল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও