ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

হজযাত্রীদের নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি

২০২৫ অক্টোবর ১৪ ২৩:৪৬:৩২

হজযাত্রীদের নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন হজের জন্য হজযাত্রীদের নিবন্ধনের সময়সীমা আগামী ১৬ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষ বিবেচনায় সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রী নিবন্ধনের সময়সীমা ১৬ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হলো। হজ গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি এবং হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সবাইকে বর্ধিত এই সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করে তাদের হজ যাত্রা নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী গত ১২ অক্টোবর হজযাত্রী নিবন্ধনের পূর্ববর্তী সময়সীমা নির্ধারণ করা হয়েছিল।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত