ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২
একদিনের জন্য নরওয়ের রাষ্ট্রদূত হলেন বাংলাদেশের তরুণী সাদিয়া

নিজস্ব প্রতিবেদক: নরওয়ের রাষ্ট্রদূতের চেয়ারে বসেছিলেন বাংলাদেশের এক তরুণী! একদিনের জন্য রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন পঞ্চগড়ের এইচএসসি পরীক্ষার্থী সাদিয়া। আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের অংশ হিসেবে ‘গার্লস টেকওভার’ কর্মসূচির আওতায় গত শনিবার (১১ অক্টোবর) তিনি এই প্রতীকী দায়িত্ব পান।
ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারের পক্ষে দীর্ঘদিন কাজ করা সাদিয়া ইতিমধ্যেই শিশু অধিকার ও জেন্ডার সমতার একজন তরুণ কণ্ঠস্বর হিসেবে পরিচিত।
এ বছর আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের বৈশ্বিক প্রতিপাদ্য ছিল— “The girl I am, the change I lead: Girls on the frontlines of crisis”, এবং জাতীয় প্রতিপাদ্য— “আমি কন্যাশিশু—স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি।” এই প্রতিপাদ্যই মনে করিয়ে দেয়— সংকটের সময় মেয়েরাই পরিবর্তনের অগ্রভাগে দাঁড়ায়।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কর্মসূচির মাধ্যমে কিশোরীরা প্রতীকীভাবে দূতাবাস, সরকারি দপ্তর, উন্নয়ন সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানের নেতৃত্বের আসনে বসে। মূল লক্ষ্য হলো তরুণীদের নেতৃত্ব বিকাশে অনুপ্রাণিত করা ও সামাজিক ধ্যানধারণাকে চ্যালেঞ্জ করা।
রাষ্ট্রদূতের দায়িত্ব পালন শেষে সাদিয়া বলেন, “এই টেকওভার অভিজ্ঞতা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। আমি চাই, আমার এই যাত্রা অন্য মেয়েদেরও সাহস দিক নিজেদের সক্ষমতায় বিশ্বাস রাখার এবং এমন এক সমাজ গড়ার, যেখানে সমতা বাস্তবে পরিণত হবে।”
বাংলাদেশে নরওয়ের রাষ্ট্রদূত এইচ ই হ্যাকন অ্যারাল্ড গুলব্র্যান্ডসেন বলেন, “সাদিয়াকে রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে দেখে আমরা আনন্দিত। তার কাজ প্রমাণ করে, মেয়েরা সুযোগ পেলে সমাজ এগিয়ে যায়। বাল্যবিবাহ রোধ ও নারী শিক্ষার পক্ষে তার উদ্যোগ অনুপ্রেরণার।”
টেকওভার কার্যক্রমে সাদিয়া ইউএন উইমেন বাংলাদেশের প্রতিনিধি গীতাঞ্জলি সিংহের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং তরুণদের ভবিষ্যৎ গঠন ও অংশগ্রহণ বিষয়ে মতবিনিময় করেন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশে বনাম হংকং, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ বাংলাদেশ বনাম হংকং ফুটবল ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে লাইভ দেখবেন
- বাংলাদেশে বনাম আফগানিস্তান,খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বিশ্বের সবচেয়ে দুর্বল শেয়ারবাজারের খেতাব পেল বাংলাদেশ!
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে সাড়ে ৬ হাজার কোটি টাকার নতুন তদন্তে বিএসইসি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- বিনিয়োগকারীদের স্বস্তি ফেরাবে বিএসইসি’র নতুন নিয়ম
- বাংলাদেশ বনাম আফগানিস্তান,ফ্রিতে দেখবেন যেভাবে
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- সরকারের বড় পদক্ষেপ: বন্ধ হচ্ছে ৯ লিজিং কোম্পানি
- মার্জারের দুই ব্যাংকে ফেঁসে গেল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি