ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

মালদ্বীপে বাংলাদেশ-অস্ট্রেলিয়া হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

২০২৫ অক্টোবর ১৫ ০০:৩৮:১৩

মালদ্বীপে বাংলাদেশ-অস্ট্রেলিয়া হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: মালদ্বীপে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার ডেভিড জেসআপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল ইসলাম।

মঙ্গলবার (১৪ অক্টোবর) মালের বাংলাদেশ হাইকমিশন এই তথ্য জানিয়েছে।

সাক্ষাৎকালে উভয় হাইকমিশনার মালদ্বীপের জনগণ এবং মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে বাংলাদেশ, অস্ট্রেলিয়া এবং মালদ্বীপের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং সম্ভাব্য ত্রিপক্ষীয় উদ্যোগ অন্বেষণের উপায় নিয়ে আলোচনা করেন। তারা টেকসই উন্নয়ন, জলবায়ু স্থিতিস্থাপকতা, মানবসম্পদ উন্নয়ন এবং সামুদ্রিক সহযোগিতার মতো অভিন্ন অগ্রাধিকারের ক্ষেত্রগুলোতে মতবিনিময় করেন।

উভয় পক্ষই আঞ্চলিক সহযোগিতা এবং সমৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ)-এর গুরুত্ব পুনর্ব্যক্ত করেন। দুই হাইকমিশনার অভিমত ব্যক্ত করেন যে, অভিন্ন মূল্যবোধ এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে যৌথ সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টা মালদ্বীপ, বৃহত্তর ভারত মহাসাগর অঞ্চল এবং বিশ্ব সম্প্রদায়ের অগ্রগতিতে অবদান রাখতে পারে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত