ঢাকা, সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

৫ হাজার ৬০০ প্রবাসীর পোস্টাল ব্যালট ফেরত

২০২৬ জানুয়ারি ১৯ ২১:৫৭:০৩

৫ হাজার ৬০০ প্রবাসীর পোস্টাল ব্যালট ফেরত

নিজস্ব প্রতিবেদক: প্রবাসীদের ঠিকানা না থাকায় ফেরত এসেছে ৫ হাজার ৬০০ পোস্টাল ব্যালট। মালয়েশিয়া ও ইতালির জন্য প্রেরিত প্রবাসী ভোটের পোস্টাল ব্যালট দেশে ফেরত এসেছে, কারণ প্রবাসীদের সঠিক ঠিকানা পাওয়া যায়নি।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এই তথ্য জানান। তিনি বলেন, ঠিকানা না থাকায় ব্যালট পেপারগুলো সংশ্লিষ্ট দেশে ভোটারদের কাছে পৌঁছাতে পারেনি।

তিনি আরও জানান, ফেস ডিটেকশন প্রযুক্তি ব্যবহার হওয়ায় পোস্টাল ব্যালটে একজনের ভোট অন্য কেউ দিতে পারবে না। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর পর এই বিষয়টি স্পষ্ট করা হলো। ভোটারদের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত