ঢাকা, রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

রাষ্ট্রয়াত্ব ব্যাংকের ৪৭০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান

২০২৬ জানুয়ারি ১৮ ২০:২৭:২১

রাষ্ট্রয়াত্ব ব্যাংকের ৪৭০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক: ঋণ ও আয়কর সংক্রান্ত অনিয়মের মাধ্যমে প্রায় ৪৭০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক পিএলসির সাবেক দুই চেয়ারম্যানসহ ১৮ জন পরিচালকের উপস্থিতি নিশ্চিত করতে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের এক দায়িত্বশীল সূত্র আজ এই তথ্য পত্রিকাকে নিশ্চিত করেছেন।

দুদক সূত্রের তথ্য অনুযায়ী, ব্যাংকের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ঋণ অনুমোদনের মাধ্যমে প্রায় ২৫০ কোটি টাকা এবং আয়কর সংক্রান্ত ২১৮ কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা না দেওয়ার মাধ্যমে আত্মসাতের অভিযোগে অনুসন্ধান চলছে। এই তদন্তের অংশ হিসেবে সংশ্লিষ্ট সাবেক চেয়ারম্যান এবং পরিচালকদের জিজ্ঞাসাবাদের জন্য আহ্বান জানানো হয়েছে।

সূত্র জানান, এই কার্যক্রমের অংশ হিসেবে দুদকের প্রধান কার্যালয় থেকে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পৃথকভাবে ২০টি চিঠি পাঠানো হয়েছে। চিঠিগুলোতে সাবেক চেয়ারম্যান এবং পরিচালকদের নির্ধারিত সময়ে হাজির হয়ে অভিযোগের বিষয়ে বক্তব্য দিতে বলা হয়েছে।

২০ জানুয়ারি যাঁদের উপস্থিতি অনিবার্য, তাঁদের মধ্যে রয়েছেন সাবেক চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমান এবং পরিচালক অজিত কুমার পাল, মেশকাত আহমেদ চৌধুরী, কে এম শামসুল আলম, মুহাম্মদ আসাদ উল্লাহ, মো. জিয়া উদ্দিন আহমেদ ও মো. হেলাল উদ্দিন।

পৃথক দিনে তলব করা হয়েছে ব্যাংকের আরেক সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. আবুল বারকাতসহ পরিচালক ড. জামাল উদ্দিন আহমেদ, নজিবুল ইসলাম দীপু, এ এম দেবনাথ, সৈয়দ বজলুল করিম, অধ্যাপক মোহাম্মদ মইনউদ্দিন, মো. আবু নাসের, সঙ্গিতা আহমেদ, নিতাই চন্দ্র নাগ, এ কে এম কামরুল ইসলাম ও মো. মাহাবুবুর রহমান হিরনকে। যেহেতু সাবেক চেয়ারম্যান আবুল বারকাত বর্তমানে কারাগারে আছেন, তাই তাঁকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

উল্লেখ্য, গত ১১ জুলাই দুদকের মামলায় সাবেক চেয়ারম্যান ড. আবুল বারকাতকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় রিমান্ড শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

দুদক কর্মকর্তারা জানান, প্রাথমিক অনুসন্ধানে অনিয়মের তথ্য পাওয়ায় জিজ্ঞাসাবাদের মাধ্যমে সংশ্লিষ্টদের ভূমিকা যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১৮ জানুয়ারি)

আজকের বাজারে স্বর্ণের দাম (১৮ জানুয়ারি)

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাবে দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (১৪... বিস্তারিত