ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২
ডিএসই'র ত্রৈমাসিক পর্যালোচনা সূচকে নতুন সংযোজন শূন্য

মোবারক হোসেন
সিনিয়র রিপোর্টার

মোবারক হোসেন: প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাদের প্রধান সূচক ডিএসইএক্স এবং ডিএসই এসএমই গ্রোথ সূচক (ডিএসএমইএক্স)-এর ত্রৈমাসিক পর্যালোচনায় কোনো নতুন কোম্পানি যুক্ত হচ্ছে না। অক্টোবর ২০২৫-এর জন্য পরিচালিত এই পর্যালোচনাকালে ডিএসই'র মূল বোর্ড এবং এসএমই বোর্ডে নতুন কোনো সিকিউরিটিজের তালিকাভুক্তি না হওয়ায় সূচকের বর্তমান তালিকায় কোনো পরিবর্তন আসছে না।
ডিএসই আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) জানিয়েছে, অক্টোবর ২০২৫-এর এই ত্রৈমাসিক পর্যালোচনা সময়ের মধ্যে কোনো কোম্পানি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে মাধ্যমে তালিকাভুক্ত হয়ে শেয়ারবাজারে লেনদেন শুরু করেনি। যেহেতু DSEX এবং DSMEX সূচকে নতুন কোম্পানি যুক্ত করার প্রধান ভিত্তি হলো নির্দিষ্ট সময়ে নতুন আইপিও-এর মাধ্যমে মূল বোর্ড বা এসএমই বোর্ডে তালিকাভুক্তি, তাই কোনো নতুন আগমন না ঘটায় বিদ্যমান সূচকের তালিকায় নতুন করে কোনো সংযোজন হচ্ছে না।
বিশ্বজুড়ে শেয়ারবাজারের সূচকগুলো নির্দিষ্ট সময় অন্তর পর্যালোচনা করা হয়। এই পর্যালোচনা বাজার ও অর্থনৈতিক পরিস্থিতি প্রতিফলিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূচকে অন্তর্ভুক্তি বা অপসারণের বিষয়টি মূলত বাজারের গতিশীলতা, কোম্পানির বাজার মূলধন, তারল্য এবং অন্যান্য নির্দিষ্ট শর্তের ওপর নির্ভর করে। ডিএসই'র এই দুটি সূচক হলো:
ডিএসইএক্স (DSEX): এটি ডিএসই'র প্রধান সূচক, যা বাজারে লেনদেন হওয়া অধিকাংশ বড় ও মাঝারি মূলধনী কোম্পানির প্রতিনিধিত্ব করে। এই সূচকের স্থিতিশীলতা সার্বিক শেয়ারবাজারের স্বাস্থ্য নির্দেশ করে।
ডিএসএমইএক্স (DSMEX): এটি ক্ষুদ্র ও মাঝারি শিল্প (SME) খাতের কোম্পানিগুলোর জন্য তৈরি একটি বিশেষায়িত সূচক, যা এই উদীয়মান খাতটির পারফরম্যান্স তুলে ধরে।
কোনো কোম্পানির সূচকে অন্তর্ভুক্তি বা অপসারণ ওই কোম্পানির শেয়ারের মূল্য এবং তারল্যের ওপর তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাধারণত, সূচকে নতুন কোম্পানির অন্তর্ভুক্তি বা অপসারণের ঘটনা বিনিয়োগকারীদের মধ্যে কৌতূহল সৃষ্টি করে। কিন্তু এই ত্রৈমাসিক পর্যালোচনায় কোনো পরিবর্তন না আসার অর্থ হলো, আপাতত সূচকের কাঠামোগত স্থিতিশীলতা বজায় থাকছে। বিনিয়োগকারীদের জন্য এটি একটি স্থিতিশীল সংকেত দিতে পারে যে, সূচকভিত্তিক কৌশল অনুসরণকারী ফান্ডগুলোর পক্ষ থেকে এই মুহূর্তে কোনো বড় ধরনের পোর্টফোলিও পুনর্বিন্যাসের প্রয়োজন হবে না। এই ঘোষণা প্রমাণ করে যে, অক্টোবর মাসে ডিএসইতে নতুন আইপিও তালিকাভুক্তির হার ছিল শূন্য।
উল্লেখ্য, গত এক বছরের বেশি সময় যাবত দেশের শেয়ারবাজারে নতুন কোন কোম্পানি যুক্ত হয়নি।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশে বনাম হংকং, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ বাংলাদেশ বনাম হংকং ফুটবল ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে লাইভ দেখবেন
- বাংলাদেশে বনাম আফগানিস্তান,খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে শৃঙ্খলা ফেরাতে বিএসইসি চেয়ারম্যানের যুগান্তকারী ঘোষণা
- বাংলাদেশ বনাম ইংল্যান্ড, সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বিশ্বের সবচেয়ে দুর্বল শেয়ারবাজারের খেতাব পেল বাংলাদেশ!
- ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি দেবে জাপান, আবেদন করবেন যেভাবে
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে সাড়ে ৬ হাজার কোটি টাকার নতুন তদন্তে বিএসইসি
- শেয়ারবাজারের কোম্পানিতে কারসাজির গন্ধ! তদন্তে নেমেছে বিএসইসি
- বিনিয়োগকারীদের সুরক্ষায় বিএসইসির বড় পদক্ষেপ, আসছে নতুন নিয়ম
- বিনিয়োগকারীদের স্বস্তি ফেরাবে বিএসইসি’র নতুন নিয়ম
- বাংলাদেশ বনাম আফগানিস্তান,ফ্রিতে দেখবেন যেভাবে