ঢাকা, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

সেনাপ্রধানের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ-ফ্রান্স সামরিক সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা

২০২৫ ডিসেম্বর ০৪ ২২:২০:৫৬

বাংলাদেশ-ফ্রান্স সামরিক সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শারলে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সেনাসদরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সেনাসদরে সেনাপ্রধানের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

সাক্ষাৎকালে দুই কর্মকর্তা পারস্পরিক কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তারা বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে বিদ্যমান সামরিক সম্পর্ক এবং প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত