ঢাকা, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

যুদ্ধবিরতি চুক্তিতে সই করতে মিসরে পৌঁছালেন ট্রাম্প

২০২৫ অক্টোবর ১৩ ২৩:৩৪:৪৫

যুদ্ধবিরতি চুক্তিতে সই করতে মিসরে পৌঁছালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: গাজা যুদ্ধবিরতি বাস্তবায়ন ও শান্তি প্রচেষ্টাকে এগিয়ে নিতে মিসরের শারম আল শেখে অনুষ্ঠিত আন্তর্জাতিক শান্তি সম্মেলনে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ সোমবার তিনি মিসরে পৌঁছালে বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা জানায়, এই সম্মেলনে ট্রাম্প ও সিসি যৌথভাবে সভাপতিত্ব করবেন।

সম্মেলনে বিশ্বের ২০টির বেশি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান অংশ নিচ্ছেন, যদিও আলোচনায় অংশ নিচ্ছে না ইসরায়েল বা হামাসের কোনো প্রতিনিধি। আলোচিত এই বৈঠকে শুক্রবার ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে ট্রাম্প সই করবেন বলে জানা গেছে।

সিসির সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প বলেন, “গাজা ইস্যুতে মধ্যস্থতায় মিসর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যুক্তরাষ্ট্র সবসময় সিসির পাশে থাকবে।” ট্রাম্প আরও জানান, আলোচনার দ্বিতীয় ধাপ ইতিমধ্যে শুরু হয়েছে এবং প্রতিটি ধাপ একে অপরের সঙ্গে সম্পর্কিত।

ট্রাম্প মিসরে যাওয়ার আগে ইসরায়েল সফর করেন এবং ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ভাষণ দেন। এরপর তিনি শান্তি সম্মেলনে যোগ দিতে শারম আল শেখে পৌঁছান।

আজকের সম্মেলনে ২৮টি দেশ ও তিনটি আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত রয়েছেন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে উত্তর আমেরিকা থেকে রয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডা, মধ্যপ্রাচ্যের ১০টি দেশ—বাহরাইন, মিসর, ইরাক, জর্ডান, কুয়েত, ওমান, ফিলিস্তিন, কাতার, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত।

ইউরোপের দেশগুলোর মধ্যে রয়েছে ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি, স্পেন, গ্রিস, নেদারল্যান্ডস, সাইপ্রাস, নরওয়ে ও হাঙ্গেরি। এশিয়ার প্রতিনিধিত্ব করছে ভারত, পাকিস্তান, জাপান, ইন্দোনেশিয়া, আজারবাইজান ও আর্মেনিয়া।

এছাড়া জাতিসংঘ, আরব লীগ ও ইউরোপীয় কাউন্সিল—এই তিনটি আন্তর্জাতিক সংস্থাও আলোচনায় অংশ নিচ্ছে। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ বিশ্বের শীর্ষ নেতারা ইতোমধ্যেই শারম আল শেখে পৌঁছেছেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমরা যতটা জানি, আলোচনার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। এখন সময় এসেছে যুদ্ধ নয়, শান্তির পথ বেছে নেওয়ার।” এরপর তিনি সিসির সঙ্গে বৈঠকে বসেন এবং শান্তি সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত