ঢাকা, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

এনসিপি'র নির্বাচনী জোট নিয়ে যা বললেন সারজিস

২০২৫ অক্টোবর ১৩ ২২:১৫:০৮

এনসিপি'র নির্বাচনী জোট নিয়ে যা বললেন সারজিস

নিজস্ব প্রতিবেদক: আসন ভাগাভাগির স্বার্থে নয়, বরং দেশের স্বার্থে প্রয়োজনবোধে নির্বাচনী জোটে যেতে পারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)— এমন মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, কোনো দল যদি প্রকৃত পরিবর্তনের প্রতিশ্রুতি দেয় এবং তা বাস্তব পদক্ষেপে প্রমাণ করতে পারে, তবেই এনসিপি সময়োপযোগী সিদ্ধান্ত নেবে। অন্যথায় দলটি এককভাবেই নির্বাচনে অংশ নেবে।

সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় শেরপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা ও উপজেলা পর্যায়ের এনসিপি নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সারজিস আলম স্পষ্ট করে বলেন, এনসিপি কোনো অবস্থাতেই নিজেদের নির্বাচনী প্রতীক ‘শাপলা’ ছাড়া অন্য কোনো প্রতীকে ভোটে যাবে না। তিনি দাবি করেন, “আমরা নির্বাচন ও সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি, কেউই শাপলা প্রতীকে আইনগত বাধা দেখাননি। তাই আমরা বিশ্বাস করি, একটি স্বাধীন নির্বাচন কমিশন কোনো দলের সঙ্গে স্বেচ্ছাচারী আচরণ করবে না।”

পিআর (প্রতিনিধিত্বমূলক নির্বাচন পদ্ধতি) প্রসঙ্গে তিনি বলেন, এনসিপি উচ্চকক্ষে পিআর পদ্ধতি চায়, তবে নিম্নকক্ষে নয়। এই বিষয়ে দলটি ইতিমধ্যে নির্বাচন কমিশনকে জানিয়েছে। তিনি আরও বলেন, “বাংলাদেশের বাস্তবতায় উচ্চকক্ষে পিআর কার্যকর হলে ভবিষ্যতে জনগণের দাবি অনুযায়ী নিম্নকক্ষেও তা বিবেচনা করা যেতে পারে।”

উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ প্রসঙ্গে সারজিস আলম বলেন, এটি সব উপদেষ্টার জন্য নয়—নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে প্রয়োগের কথা বলা হয়েছে। তার ভাষায়, “সেফ এক্সিট মানে পালিয়ে যাওয়া নয়। হাজার হাজার প্রাণ ও রক্তের দায় থেকে কেউ মুক্ত নয়। উপদেষ্টাদের অভ্যুত্থানকালীন সরকারের মতোই সাহসী ও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলা এনসিপির প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়া। এতে উপস্থিত ছিলেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম, জেলা-উপজেলা পর্যায়ের নেতারা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতৃবৃন্দ ও জুলাইযোদ্ধারা।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত