ঢাকা, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

ঢাবিতে মানসিক স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন ছাত্রীসংস্থার

২০২৫ অক্টোবর ১৩ ১৯:৫১:৩৯

ঢাবিতে মানসিক স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন ছাত্রীসংস্থার

নিজস্ব প্রতিবেদক: মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ইসলামী ছাত্রীসংস্থা চারদিনব্যাপী একটি মানসিক স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করেছে। চারদিনব্যাপী এই ক্যাম্পে সম্পর্কের সংকট, পরীক্ষার ভয়, মানসিক চাপ ও ক্যারিয়ার কাউন্সেলিং সেবা দেওয়া হবে।

সোমবার (১৩ অক্টোবর) সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রেজিস্ট্রেশন সাপেক্ষে ঢাবির কার্জন হল সংলগ্ন সুফিয়া কামাল হলে প্রথম দিনের সেবা প্রদান করা হয়।

আগামী তিনদিন ক্যাম্পের স্থান হলো ১৪ অক্টোবর-রোকেয়া হল ও শামসুন্নাহার হল (শামসুন নাহার হলের সামনে), ১৫ অক্টোবর- বঙ্গমাতা ও কুয়েত মৈত্রী হল, ১৬ অক্টোবর- শহীদ এ্যাথলেট সুলতানা কামাল হোস্টেল (লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট)।

উক্ত আয়োজনে ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা, মানসিক চাপ নিয়ন্ত্রণ, অ্যাঙ্গার ইস্যু, ডিভাইস আসক্তি, আত্মহত্যার চিন্তা, জীবনযাত্রার পরিবর্তন, অনিদ্রা , ওসিডি, প্যানিক ডিজঅর্জডার, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার, একাকিত্ব বা সামাজিক বিচ্ছিন্নতা- বিষয়ের সার্বিক পরামর্শ ও কাউন্সিলিং করা হবে।

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী লোপা রহমানা বলেন, বিভিন্ন স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে না পেরে আত্মহত্যা, একাকীত্ব বা সামাজিক বিচ্ছিন্নতার মতো বিষয়গুলোর দিকে ঝুঁকে পড়ে। এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের ব্যাপকভাবে সাহায্য করবে। এতে করে শিক্ষার্থীরা অ্যাকাডেমিকের দিকে আরো মনোযোগী হতে পারবে।

সেবাগ্রহণকারী আরেক শিক্ষার্থী মাহমুদা বলেন, দীর্ঘদিনের অ্যাকাডেমিক পড়াশোনা আমাদের মনকে বিষিয়ে তুলে। আমাদের মধ্যে এক ধরনের একঘেয়েমি চলে আসে। এছাড়াও, আমাদের অনেকের জীবনে প্রতিদিন নানা ধরনের বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে। তাই বলা যায় শিক্ষার্থীদের জন্য এই উদ্যােগ প্রশংসার দাবিদার।

ছাত্রীসংস্থার নেত্রীরা জানান, মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীরা এখানে বিনামূল্যে কাউন্সেলিং সেবা গ্রহণ করতে পারবেন।

উল্লেখ্য, এই ক্যাম্পেইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্য মানসিক স্বাস্থ্য সেবা প্রদান করা হবে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত