ঢাকা, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

প্রধান উপদেষ্টার ইতালি সফরে অভিবাসন জটিলতা নিরসনের আশা

২০২৫ অক্টোবর ১৩ ০১:০৬:২৬

প্রধান উপদেষ্টার ইতালি সফরে অভিবাসন জটিলতা নিরসনের আশা

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের ইতালি সফরে অবৈধ অভিবাসন ও ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনের বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সমুদ্রপথে ইতালিতে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিরা শীর্ষে থাকায় ইতালি সরকার দীর্ঘদিন ধরে বাংলাদেশের সঙ্গে অবৈধ অভিবাসন নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। যদিও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ৩০ আগস্টের ঢাকা সফর বাতিল হয়েছিল, এবার প্রধান উপদেষ্টার ইতালি সফরে এই বিষয়ে অগ্রগতির আশা করা হচ্ছে।

প্রফেসর মুহাম্মদ ইউনূস রবিবার (১২ অক্টোবর) ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে রোমের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে তিনি আগামী ১৩ অক্টোবর বক্তব্য রাখবেন। ফোরামের অনুষ্ঠানের পাশাপাশি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে, তবে বৈঠকের সময় এখনও নির্ধারিত হয়নি বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের এজেন্ডায় অভিবাসন ইস্যু গুরুত্ব পেতে পারে। এছাড়া ভিসা নিয়ে দীর্ঘসূত্রতা, বাণিজ্য ও প্রতিরক্ষা সহায়তা নিয়েও আলোচনা হতে পারে। গত মে মাসে অবৈধ অভিবাসন বন্ধে এবং বৈধ অভিবাসন বাড়াতে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্বাক্ষর হয়েছে, যা নিয়ে পরবর্তী আলোচনা গুরুত্ব পেতে পারে।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর'র তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত ১৩ হাজার ১৪৮ জন বাংলাদেশি সমুদ্র পাড়ি দিয়ে ইতালি গেছেন, যা সমুদ্রপথে অবৈধভাবে ইতালি প্রবেশের ৩০.৮ শতাংশ এবং এই তালিকায় বাংলাদেশিদের শীর্ষে নিয়ে গেছে।

গত ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হয়েছিল, যেখানে অভিবাসন ইস্যুতে অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে লড়াই, মানবপাচার মোকাবিলা, বাংলাদেশিদের প্রত্যাবর্তন এবং ইতালির উৎপাদনশীল ব্যবস্থার চাহিদা অনুযায়ী বিশেষায়িত শ্রমিকদের জন্য বাংলাদেশে বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচি চালুর বিষয়ে আলোচনা হয়।

তবে, প্রধান উপদেষ্টার ইতালি সফরে মেলোনির সঙ্গে বৈঠকের অনিশ্চয়তা দেখা দিয়েছে। কারণ 'গাজা শান্তি পরিকল্পনা চুক্তি' সই অনুষ্ঠানে ইতালির প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা আছে, যার জন্য তিনি মিশর যেতে পারেন।

গত কয়েক বছরে হাজার হাজার বাংলাদেশি ভিসা নিয়ে ইতালিতে গেলেও, অনেকেই প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করতে পারেননি অথবা ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। তারা দ্রুত একটি সমাধান চান। অপরদিকে, ইতালিতে কাজের আশায় ভিসার আবেদন করে অনেকে দীর্ঘসূত্রতার শিকার হচ্ছেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত