ঢাকা, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

রাশিয়ার পাশে চীন, ইউক্রেন যুদ্ধে নতুন অক্ষ গঠিত?

২০২৫ অক্টোবর ১৩ ০০:১৩:৪৪

রাশিয়ার পাশে চীন, ইউক্রেন যুদ্ধে নতুন অক্ষ গঠিত?

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণ এবং চীনের সঙ্গে দেশটির গভীর অংশীদারত্ব পশ্চিমা শক্তিকে দুর্বল করার এক সম্মিলিত প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। চীন নানাভাবে রাশিয়াকে সহায়তা করছে, যার মধ্যে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনায় সহায়ক স্যাটেলাইট ডেটা সরবরাহও রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, চীন এখন রাশিয়ার জন্য উন্মুক্ত এবং সামরিক সরঞ্জাম উৎপাদনে চীনা প্রকৌশলীরা জড়িত।

ইউক্রেনের বৈদেশিক গোয়েন্দা সংস্থার মতে, ইউক্রেনীয় ভূখণ্ডের স্যাটেলাইট তথ্য হাতিয়ে নিতে মস্কো ও বেইজিংয়ের মধ্যে উচ্চ স্তরের সহযোগিতা রয়েছে। সম্প্রতি ইউক্রেনে রুশ হামলার সময় ইয়াওগান-৩৩ সিরিজের অন্তত তিনটি চীনা গোয়েন্দা স্যাটেলাইট পশ্চিম ইউক্রেনের ওপর দিয়ে উড়ে যেতে দেখা গেছে।

চীন প্রায় ২০টি রাশিয়ান সামরিক কারখানায় সরাসরি মেশিন টুলস, বিশেষ রাসায়নিক, বারুদ এবং অন্যান্য উপাদান সরবরাহ করছে। এ বছরের প্রথম দিকে রাশিয়া যেসব ড্রোন ও ইলেক্ট্রনিক্স ডিভাইস যুদ্ধে ব্যবহার করেছে, তার প্রায় ৮০ শতাংশই চীনের উৎপাদিত। রয়টার্সের খবর অনুযায়ী, চীনা ড্রোন বিশেষজ্ঞরা রাশিয়ার বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রস্তুতকারক কোম্পানি আইইএমজেডকে সহায়তা দিচ্ছে।

রাশিয়া ও চীনের মধ্যে ড্রোন জোট ক্রমবর্ধমান শক্তিশালী হয়েছে, এবং তাদের অন্যান্য মিত্ররাও এই প্রযুক্তিগত সহযোগিতার সুবিধা পাচ্ছে। পশ্চিমা শাসকরা ঐক্যবদ্ধভাবে এই হুমকি মোকাবিলা না করলে কর্তৃত্ববাদী অক্ষ কেবলই প্রযুক্তিগতভাবে শক্তিশালী হবে বলে বিশ্লেষকরা মনে করছেন।

অর্থনৈতিকভাবেও চীন-রাশিয়ার মধ্যে বাণিজ্যের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৪ সালে দুদেশের বাণিজ্য ২৪৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা ২০২০ সালের দ্বিগুণেরও বেশি। চীনে রাশিয়া মূলত প্রাকৃতিক সম্পদ ও জ্বালানি পণ্য রপ্তানি করে। গত বছর তেল সরবরাহ রেকর্ড ৬২.২৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। রাশিয়ার আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় ৪০ শতাংশ এখন চীনা মুদ্রা ইউয়ানে ব্যবহৃত হয়, যা ২০২২ সালে ছিল মাত্র ২ শতাংশ।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত