ঢাকা, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২
জিমন্যাস্টিকস বিশ্বকাপে ইসরায়েল নিষিদ্ধ
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি খেলোয়াড়দের অংশগ্রহণে কঠোর অবস্থান নিয়েছে ইন্দোনেশিয়া। দেশটির সরকার আসন্ন জিমন্যাস্টিকস বিশ্ব চ্যাম্পিয়নশিপে ইসরায়েলি দলের ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে। মুসলিমপ্রধান দেশটি ফিলিস্তিনের প্রতি দৃঢ় অবস্থানের কারণেই এ সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় আন্তর্জাতিক জিমন্যাস্টিকস ফেডারেশন (FIG) খুব একটা কঠোর প্রতিক্রিয়া জানায়নি।
শুক্রবার প্রকাশিত এক সংক্ষিপ্ত বিবৃতিতে ফেডারেশন জানায়, “আমরা ইন্দোনেশীয় সরকারের সিদ্ধান্ত লক্ষ্য করেছি তারা জাকার্তায় ১৯ থেকে ২৫ অক্টোবর আয়োজিত ৫৩তম আর্টিস্টিক জিমন্যাস্টিকস বিশ্ব চ্যাম্পিয়নশিপে নিবন্ধিত ইসরায়েলি দলকে ভিসা দিচ্ছে না। আয়োজক দেশের কিছু বাস্তব চ্যালেঞ্জও আমরা স্বীকার করছি।”
তবে বিবৃতিতে ফেডারেশনের সংবিধানে থাকা সেই ধারা উল্লেখ করা হয়নি, যেখানে বলা আছে আয়োজক দেশ যদি কোনো দলের অংশগ্রহণে বাধা দেয়, তাহলে ইভেন্টটি অন্য দেশে সরিয়ে নেওয়া হতে পারে।
ইন্দোনেশিয়ায় ইসরায়েলি দলের অংশগ্রহণ ঘিরে তীব্র বিতর্ক দেখা দিয়েছে। গাজায় যুদ্ধ ও ফিলিস্তিনে মানবিক বিপর্যয়ের পর থেকে দেশটিতে ইসরায়েলবিরোধী মনোভাব আরও তীব্র হয়েছে। আইনমন্ত্রী ইউস্রিল ইহজা মাহেন্দ্রা বৃহস্পতিবার স্পষ্ট ভাষায় বলেন, “গাজায় যুদ্ধবিরতি হলেও ইসরায়েলি দলকে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।”
ইন্দোনেশীয় অলিম্পিক কমিটির সভাপতি রাজা সাপ্তা অক্টোহারি জানান, সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা তারা সম্মান করছেন। “নিশ্চয়ই সরকার নানা দিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে,” বলেন তিনি।
ইন্দোনেশীয় জিমন্যাস্টিকস ফেডারেশনের চেয়ারম্যান ইতা ইউলিয়াতি জানান, বিষয়টি আন্তর্জাতিক ফেডারেশনের প্রেসিডেন্ট মোরিনারি ওয়াতানাবে–কে জানানো হয়েছে। তিনি বলেন, “আমরা চাই ক্রীড়া ক্ষেত্রেও মানবতার প্রতি অবস্থান স্পষ্ট হোক।”
ইসরায়েল ৮৬টি নিবন্ধিত দেশের একটি, যারা এই প্রতিযোগিতায় অংশ নিতে চায়। তাদের নেতৃত্বে আছেন ২০২০ টোকিও অলিম্পিক স্বর্ণজয়ী আর্তেম ডলগোপিয়াত। তবে সরকারের সিদ্ধান্তে এখন ইসরায়েলি দলের অংশগ্রহণ অনিশ্চিত।
এর আগেও ইন্দোনেশিয়া ২০২৩ সালের ফুটবল অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের আয়োজক হওয়ার সুযোগ হারিয়েছিল, কারণ দেশটি ইসরায়েলি দলের অংশগ্রহণে আপত্তি জানিয়েছিল। যদিও ফিফা তখন কোনো শাস্তি না দিয়ে পরের বছর আরেকটি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেয় ইন্দোনেশিয়াকে, যেখানে ইসরায়েল যোগ্যতা অর্জন করতে পারেনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (Live)
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ আজকের খেলাটি সরাসরি (LIVE) দেখুন এখানে
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- শেষ হলো বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আর্জেন্টিনার খেলা, সরাসরি দেখুন এখানে (LIVE)
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: খেলাটি সরাসরি (LIVE) দেখুন
- বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচের প্রথমার্ধ শেষ, কে এগিয়ে?
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা