ঢাকা, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে জামায়াত

২০২৫ অক্টোবর ১২ ১৭:০৬:৩৪

৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে জামায়াত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ছয়টি রাজনৈতিক দল রোববার (১২ অক্টোবর) প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি হস্তান্তর করেছে। তারা পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি এবং অন্যান্য নির্বাচনী দাবিসহ পাঁচ দফা দাবির পরিপ্রেক্ষিতে এই স্মারকলিপি দিয়েছেন।

ঢাকার জেলা প্রশাসক তানভীর আহমেদের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল। অন্য রাজনৈতিক দলগুলোও তাদের প্রতিনিধি পাঠিয়ে সমান্তরালভাবে স্মারকলিপি প্রদান করেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন তারা।

নূরুল ইসলাম বুলবুল বলেন, “যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশন পিআর পদ্ধতি ছাড়াই আগের নিয়মে নির্বাচন আয়োজন করে, আমরা বুঝব দেশের ১৮ কোটি মানুষের মতামতকে উপেক্ষা করা হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনারের রাজনৈতিক আনুগত্য আমরা জানি, কিন্তু যদি নিরপেক্ষভাবে দায়িত্ব না পালন করেন, তিনি পদত্যাগ করবেন। চক্রান্তমূলক নির্বাচন হলে জনগণকে সঙ্গে নিয়ে শক্তিশালী জবাব দেব।”

তিনি আরও বলেন, “গণভোট এবং জুলাই সনদের আইনগত ভিত্তি অনুযায়ী নির্বাচন আয়োজনই দেশের মানুষের প্রত্যাশা। পিআর পদ্ধতিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত।”

পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে:

• জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং তার ওপর গণভোট আয়োজন করা

• আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা

• অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সমান সুযোগ নিশ্চিত করা

• ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা

• স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা

এসময় সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির হেলাল উদ্দিন, ঢাকা জেলা আমির দেলোয়ার হোসেন, ঢাকা-১ আসনের মনোনীত প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম এবং ঢাকা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত